সবিতা বিশ্বাসের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

সবিতা বিশ্বাসের ছড়া



বৃষ্টি এলো



আকাশ জুড়ে মেঘের খেলা
আষাঢ়ে এলো বৃষ্টি
ভিজলো মাটি আকুল হয়ে
গড়লো নব সৃষ্টি

বৃষ্টি এলো ডুমুর গাছে
ঝুমুর নাচে দোপাটি
সোঁদা মাটির গন্ধ পেয়ে
কদম বাঁধে খোঁপাটি

বৃষ্টি এলো টিনের চালে
পাখিগুলো ভিজলো রে
চঞ্চু দিয়ে পালকগুলো
নিল ওরা ভাঁজ করে

বৃষ্টি ঝরার খবর পেয়ে
উড়ে গেল বকগুলো
পুকুর থেকে মাছেরা ভেসে
মাঠে এলো পথ ভুলো

বৃষ্টি এলো বৃষ্টি এলো
উড়লো মেঘের দল
ভাটিয়ালীর সুরটি সেধে
গাইলো নদীর জল।
            --------

সবিতা বিশ্বাস
গ্রাম+ পোস্ট- মাজদিয়া
জেলা- নদীয়া। পিন- 741507