কবিতা নীলাদ্রি চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতা নীলাদ্রি চক্রবর্তী


  ইচ্ছে করে
.......................... 



ইচ্ছে করে হিসেব মেলাই, পুরোনো সব বিষণ্ণতা
ইচ্ছে করে শব্দ সাজাই,  বাক্য খাবার একাগ্রতা।

ইচ্ছে করে শরীর খুলি, নগ্নতা সব গায়ে মাখি
ইচ্ছে করে আকাশ দেখি, আগুন মেঘে ঝাপসা পাখি।

ইচ্ছে করে রাজনীতিটাও, চাকার ফাঁকে মানুষ ঘোরাই
ইচ্ছে করে বক্তৃতা দি, দূরাভাষির স্বপ্ন সাজাই।

ইচ্ছে করে মুক্ত ছড়াই ,পুরোনো সব কোলবালিশে
ইচ্ছে করে বিদেশ ঘুরি, শ্যাওলা খুঁজি এ- কার্নিশে।

ইচ্ছে করে সমাজ গড়ি, ধর্ম রাখি মদের গ্লাসে
ইচ্ছে করে হাত টা ধরি, ধর্ষিতরাও শব্দ চোষে।

ইচ্ছে করে কবর খুলি, কফিন থেকে গন্ধ টানি
ইচ্ছে করে পাথর তুলি, তোমার ক্রোশে  রক্ত যোনি।

ইচ্ছে করে হঠাৎ আলাপ, দেহ থেকে দেহান্তর
ইচ্ছে করে সবুজ গোলাপ, ধর্ম থেকে ধর্মান্তর।

=======================
Name:niladri chakrabarty
Village:Madhyaranga,khanakul
Dist:Hooghly
P.s:Rajhati Bandar
Pin:712417