দীপান্বিতা হকের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

দীপান্বিতা হকের কবিতা



প্রেমিকারা ও আমি



ইদানীং সব প্রেমিকাদের গাঢ় চোখে দেখি
চোখে নেশা ধরে, মনেতে মুগ্ধতা আর ঈর্ষা ও বুঝি!
তাদের অপূর্ব অঙ্গসৌষ্ঠব, নেশা ধরানো আঁখিপাত
মধুর হাসি, চন্দনগন্ধ আর শরীর ঘিরে স্বর্গীয় প্রভা।
মুগ্ধ বিস্ময়ে তাদের দেখি-
কেমন চতুরা হরিণী আর গজগামিনীর মতো চলন
আহা! দেখেও শান্তি!
জানেন, একবার চেষ্টা করেছিলাম গোপনে
ওমন গজগামিনী চালে চলার!
হয়ে গেলাম পূর্বতন চিত্রাঙ্গদা।
সখীরা আমায় ঈর্ষা করে কেন কে জানে!
এখন, সেই চাদরটি খুঁজছি, যা শরীরে জড়ালেই
আমি হব অদৃশ্য, আর আমিই জানব
আমার শরীর থেকে বেরোবে সেই স্বর্গীয় প্রভা
যার জন্য অপেক্ষা আর প্রতীক্ষা।
অতঃপর, তার হাত ধরে জোছনার দেশে, প্রভার দেশে।।

========================

 দীপান্বিতা হক
ইলিয়ট রোড, পোঃঅঃ পার্ক স্ট্রীট, কলকাতা 16