Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

না-ফেরার-দেশে বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার ।। পাভেল আমান


না-ফেরার-দেশে বিশিষ্ট ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার

 

বিশ্বের দরবারে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন 'ভাষা আন্দোলন' হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। অথচ, যে ভাষাটির জন্য বাঙালিরা প্রাণ বিসর্জন দিলেন, সেই ভাষাই আজ বহু বাঙালির কাছে চরম অনীহার বিষয়। মাতৃভাষা বাংলা যেন আজ গুরুত্বহীন হয়ে উঠছে বাঙ্গালীদের কাছে। বর্তমান প্রজন্ম বাংলা মাধ্যমিক থেকে ইংলিশ মিডিয়ামে পড়াকেই বেশি প্রাসঙ্গিক মনে করছে।এজন্যই তো এখন অনেক বাঙালিরা বলেন, 'জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।' সেই অনীহাকেই মজার কবিতার রূপ দিয়ে ফুটিয়ে তুলেছিলেন ভবানী প্রসাদ মজুমদার। তাঁর ক্ষুরধার লেখা, শব্দের প্রয়োগ, নজরকাড়া কিছু কথা অনেকের কাছে আজও অজানা। তাঁর এই কবিতার প্রতিটা শব্দ আজকের দিনে বাঙালি পিতা-মাতার কিছু দৈন্যতা তুলে ধরে বৈকি।বাংলা ভাষার প্রতি আমরণ টান, ভালোবাসা, নতুন কিছু গড়ার স্বপ্ন, সর্বোপরি নবপ্রজন্মের মধ্যে এই ভাষার জন্য আবেগ তৈরি করার ভবানীপ্রসাদ মজুমদারের প্রচেষ্টা আজীবন বাঙালি মনে রাখবে। আজও বাংলা ভাষাকে বাঁচানোর তাগিদে যারা লড়েন, তাদের মুখে স্লোগানের মতোই শোনা যায় এই কবিতা। 
    বর্তমান বাংলা সাহিত্যের তিনি ছিলেন প্রবাদপ্রতিম ছড়াকার। অবশেষে ৭ ফেব্রুয়ারি ৭৪ বছর বয়সে শারীরিক অসুস্থতার কারণে না ফেরার দেশে পাড়ি দিলেন বাংলার বিখ্যাত ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার। তিনি ছিলেন নিপাট মাটির মানুষ, খুব আন্তরিক, ব্যক্তিগত জীবনে খুব সহজ সরল।
    ভবানীপ্রসাদ জন্মগ্রহণ করেছিলেন হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের কাছে দক্ষিণ শানপুর গ্রামে ৯ এপ্রিল ১৯৫৩ সালে। তাঁর পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী। কবির শৈশব জীবন তাঁর গ্রামেই কেটেছিল। পেশায় ছিলেন একজন নিষ্ঠাবান শিক্ষক। কর্মস্থল ছিল হাওড়া জেলার শানপুর গ্রামের কালিতলা প্রথমিক বিদ্যালয়। পরে তিনি এই বিদ্যালয়টিরই প্রধান শিক্ষকের পদে নিযুক্ত হয়েছিলেন। স্কুলে শিক্ষকতা করেছিলেন ভবানীপ্রসাদ। ছোট ছেলেমেয়েরা ছিলেন তাঁর প্রাণ। তাদের জন্য কিছু করতে পারলে প্রাণ তৃপ্ত হত ভবানীপ্রসাদের। তাই ছড়া লিখতেন তাদের আনন্দ দিতেই। হয়েছিলেন সেই স্কুলের প্রিন্সিপালও। 'ভবানী স্যার' নামে গোটা তল্লাটে দারুণ সুনাম ছিল তাঁর। গ্রামের সবুজ ঘেরা পরিবেশ দেখতে দেখতেই তাঁর বেড়ে ওঠা। প্রকৃতির সৌন্দর্য, সময়ের সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন, দিনযাপনের আদবকায়দা সবটাই নিজের হৃদয়ে সঞ্চয় করে কলমের মাধ্যমে তুলে ধরেছিলেন তাঁর লেখায়।প্রধানত ছোটদের উপযোগী মজার মজার ছড়া-কবিতা লেখায় তাঁর জুড়ি ছিল না। তাঁর প্রকাশিত ছড়ার সংখ্যা কুড়ি হাজারেরও বেশি। ছড়া নিয়ে নিরন্তর নানান রকমের পরীক্ষা-নিরীক্ষাও করতে ভালোবাসতেন। প্রকাশিত কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে: মজার ছড়া, সোনালী ছড়া, কোলকাতা তোর খোল খাতা, হাওড়া-ভরা হরেক ছড়া, ডাইনোছড়া প্রভৃতি। এছাড়া প্রকাশিত হয়েছে শ্রেষ্ঠ ছড়া সমগ্রও।তিনি সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন: ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ।বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন সাহিত্য সম্মানও পেয়েছিলেন। 'শিশুসাহিত্য পরিষদ পুরস্কার', 'অভিজ্ঞান স্মারক', 'ছড়া" সাহিত্য পুরস্কার' ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক পুরস্কার এবং রাষ্ট্রপতি কর্তৃক রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। এই কবিকে আমরা কোনোদিন ভুলতে পারব না। আমাদের শৈশব, আমাদের শিশুরা তাঁর সাহিত্যের কাছেই নিজেদের খুঁজে পাব এবং পাবে।আমাদের বাল্য ও কৈশোর তাঁকে নিয়েই। আমাদের ছোটবেলায় জনপ্রিয় ছড়াকারদের মধ্যে অন্যতম। ছড়া বিষয়টা এখন খুব কমে গিয়েছে। নানারকমের  ছড়ার মধ্যে কিছু ছড়া গভীর জীবনবোধ থেকেও তৈরি হয়। এই বিশেষ ছড়া লেখার গুণ ছিল তাঁর। তিনি এক আলাদা কল্পলোকে নিয়ে যেতেন। তাঁর প্রয়াণ খুবই দুঃখের সংবাদ কিন্তু তাঁর সৃষ্টির মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে থেকে যাবেন।' তাঁর লেখা শিশুদের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সন্দেশে নিয়মিত প্রকাশিত হত। আনন্দবাজার পত্রিকাসহ বিভিন্ন দৈনিক সংবাদপত্রেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। উনি বিরাট একটি পুষ্ট ছড়ার ভাণ্ডার রেখে গেলেন।ওনার লেখায় অনুপ্রাণিত হননি কোনো সময়ে; এমন কেউ আছে বলে মনে হয় না। যুক্তি, ব্যাঙ্গ রস  এমন ভাবে মিশে থাকতো লেখায়;তাতে মজা যেমন থাকতো তেমনি থাকতো শিক্ষাও। বাংলা সাহিত্য জগতে নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি তার মৃত্যু।আপামর বাঙালি মননে ভবানীপ্রসাদ মজুমদার রয়ে যাবেন চিরকাল তার অমর ও কালজয়ী সৃষ্টির ধারাতে। বাংলা সাহিত্যে একজন সফল জনপ্রিয় ছড়াকার হিসেবে তিনি চিরস্মরণীয় বহু চর্চিত ও পঠিত হয়ে থাকবেন বাঙালি পাঠকের মননে।

=========================================== 


প্রতিবেদক -পাভেল আমান -হরিহরপাড়া -মুর্শিদাবাদ





মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল