কবিতাঃ রমলা মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ রমলা মুখার্জী


 ঘটাবো প্রলয় হাসবো আলোয়



আমি এই একবিংশের নারী
      যার ভেঙেছে ঘুম,
অজানার পথে পা ফেলতে
      সে নিশঙ্ক, নির্ভয়।
      খোলা আকাশ তাকে
       হাতছানি দেয়..........
ব্যাকুল বাতাস অহরহ ডাকে।
     কাঁটা-ভরা রাস্তা হেঁটে 
পায়ে তার রক্তের আলতা।
    মধ্যাহ্নের সূর্য সিঁথিতে
      সিঁন্দুর হয়ে জ্লে......
      অমাবস্যা পেরিয়ে
     কপালে পূর্ণিমার কুমকুম।
দুঃসাহসের কাজল পরে শুধুই
সামনের দিকে তাকায় সে......
মনবল শরীরে আতর হয়ে
  গন্ধ ছড়ায় দিকে দিকে.......
তার তীব্রতায় দূরে সরে যায়
       ঘৃণ্য কীটঘ্নের দল।
  পেলব নমনীয়তায় মিশেছে
        সুকঠিন প্রত্যয়।
অগুরু চন্দন ছিঁড়েছে বন্ধন।
তবু সে অপমানিতা,ধর্ষিতা।
   একবিংশেই হোক সব 
     অত্যাচারের শেষ -
নতুবা দ্বাবিংশে ঘটবে মহা প্রলয়।
....,........................................

ডঃ রমলা মুখার্জী
বৈঁচী,হুগলী,পিন 712134..