Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

.কবিতা: সুনন্দ মন্ডল



'নারী- নয় অরি'

                 

সে এখনও নিভৃত আড়ালে একলা
        ডুকরে ডুকরে কাঁদে আমারই জন্য।  ‎
বাড়ি ফিরতে দেরি হলেই মিনিটে মিনিটে ফোন করে
বলে, "আর কতক্ষণ লাগবে?"
জানতে চায় কেন ফোন করে জানাইনি?
ভাতের থালা নিয়ে বসে থাকে রাতের পর রাত
                                     সে তো আমারই জন্য।
'মা' নামক নারীর অংশ চরিত্র আমারই দামি গয়না।
ক্লান্ত শরীরে যাঁকে জড়িয়ে একটু স্বস্তি পাই
আর নরম কোলে তুলোর মত ফুরফুরে স্নিগ্ধতা।
ছোট থেকে আমৃত্যু শিখতে শিখতে কেটে যায়
ভাষার বহরে আঁকা সেই মায়ের মুখ।

যে দূরে গিয়েও এখনও মঙ্গল কামনা করে,
স্বামী-সন্তান-সংসার সামলে
প্রতিদিন সন্ধ্যে হলেই ফোন করে জিজ্ঞেস করে
"দাদা, ভালো আছিস?"
"তোর চাকরির পরীক্ষা কেমন হলো?"
কিংবা যখন বলে,
"দাদা, তোর এবারে চাকরিটা হবেই হবে"
তখন বেকার ছেলের চোখের কোনে জল এলেও
হাল্কা আনন্দের সুবাস মনকে শিহরিত করে।
সেও তো একজন নারী, আমারই বোন!

আমার অজান্তে যে মনের গোপনে সুখের বাসা বাঁধে
দরজার পর্দা আঁকড়ে পথ চেয়ে অপেক্ষা করে কোনো সুদূরে নৌকা ভাসানোর।
এমনকি ভালোবাসার ফুল ফোটায় বসন্তের আহ্বানে নিজেকে রাঙিয়ে তুলতে। 
হোলীর আবেশ ছড়াতে চায় আঁচল জুড়ে।
সেও তো নারী- আমারই মনের রানী
পরমপত্নী, জায়া ভিন্ন নামে স্ত্রী।

সকলেই প্রিয় আমার,
        প্রিয় আমি সকলের।
        ‎
সমাজে ছড়িয়ে থাকা নারীরাও আমারই মতো অযোগ্য কোনো পুরুষের মা, 
কেউ বোন, কেউ বা ধর্মপত্নী।
তারাও জন্মে ধন্য ধরিত্রীর বুকে!

নারীকে ভালোবাসতে শেখো,
ভালোবাসাময় গন্ধরাজে
          ভরে যাক নারী-পুরুষ সম্পর্ক!

কখনোই শুধু নারী দিবস নয়,
     'নারী দি বস'
             কখনোই 'নারী- নয় অরি'।
       ‎          ------------------


 সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, বীরভূম

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত