কবিতাঃ মোনালিসা পাহাড়ী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ মোনালিসা পাহাড়ী


দূর্গা বন্দনা



ঠিক যেখানে কাশের বনে দূর্গারা সব আলো হাতে,
আসিফাদের বাড়ি ফেরায় একলা পথে, আঁধার রাতে।
নিয়ন আলোর নিচে যারা দাঁড়ায় এসে বিজ্ঞাপনে,
কলঙ্কেরই কালি মেখে চোখে কাজল সুরমা টেনে।
দুর্গারা তো সবই পারে, পারে না কি মুছিয়ে  দিতে, 
সকল কালি জীবন থেকে, আলোর দেশে ফিরিয়ে দিতে!
যে মেয়েটি রোজ দু'বেলা পশুর মতো শুধুই খাটে,
দিনের শেষে লাথি ঝাঁটায় কাজের লোকের তকমা জোটে।
দূগ্গা মাগো দয়া করো,ফিরাও তাকে তোমার কোলে,
বাঁচাতে যদি চাও গো তাকে, বাঁচাও তবে মানুষ বলে-
যে মা তার চোখের সামনে শিশুর ক্ষুধা দেখতে নারে,
শরীর বেচে দু'ছটাক দুধ বুকের শিশুর মুখে ধরে।
এই পৃথিবীর কোণায় কোণায় যত মেয়ে মুখটি গুঁজে,
রক্ত মাংসের পিণ্ড হয়ে কাটায় জীবন দুচোখ ভিজে।
যে মেয়েরা প্রতিবাদের আগুন জ্বেলে যায় এগিয়ে,
সামনা করে অত‍্যাচারের অর্ধেক আকাশ হতে চেয়ে-
তোমার ত্রিশূল দাও এগিয়ে তাদের হাতে একটিবার,
পৃথিবী হোক রণক্ষেত্র নারীর বদলে মানুষ হবার।
নরম শরীর কুসুম হৃদয় লতার মতো স্বভাব দিলে,
মায়া মমতা ভালোবাসায় নারী হৃদয় ভরিয়ে দিলে।
তাইতো আজও যুগে যুগে নারী শুধুই ভোগ‍্যপন‍্য
পুরুষের সেবাদাসী,বাঁচা নারীর তাদের জন্য।
ঘুঁচিয়ে দাও এই অবিচার, প্রলয় আনো দিকে দিকে,
এমন দেশ সৃষ্টি করো , পুজবে পুরুষ এই নারীকে।

===================

মোনালিসা পাহাড়ী
মনোহরপুর, গড় মনোহরপুর
দাঁতন, পশ্চিম মেদিনীপুর,৭২১৪৫১