কবিতা: রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: রণেশ রায়


চিনে নাও তাকে

(আজ মেয়ের জন্মদিনে)



এসো পরিচয় করে নাও তার সাথে
যাকে চিনিনি আজও নিজ পরিচয়ে
হতবুদ্ধি আমাদের, চিনেছি তাকে নিজ স্বার্থে।


নারীকে বোঝ না পুরুষ তার শক্তিতে
চিনেছ তাকে শুধু নিজ প্রয়োজনে,
যদি সত্যি বন্ধু তার
চিনে নাও তাকে তার সত্তায়
মেটাতে হয় ঋণ যা আছে তোমার
জন্ম থেকে মৃত্যু সতত সে তোমার সহায়,
নহে সে কারও অনুগ্রহের পাত্রী
নিজ বলে নিজ গুনে বলীয়ান সে
আপদে বিপদে সর্বক্ষন সে সহযাত্রী।
চিনে নাও নারীকে সে যে অর্ধেক আকাশ
সে আছে জীবন জুড়ে
জীবন প্রবাহে সে মৃদুমন্দ বাতাস,
পেতে পার তাকে মানবী রূপে
নারী বিনা অসম্পূর্ণ এ আবাস,
সে বিরাজে জীবনের স্পন্দনে
পুরুষের পৌরুষে তার শ্বাস প্রশ্বাস,
দেবী নয় নারী পুরুষের জীবনে
সে যে সহযাত্রীনি জীবন যুদ্ধে।
উপহাস করো তাকে দেবী জেনে
নারী বন্দনা সে যে বিকৃত অনুরাগ!
অনুগ্রহ উপহাসে অসম্মান নয় তাকে
বসতে দাও তাকে তার নিজ আসনে
জয় করে নিক নিজ অধিকার নিজ শক্তিবলে
বাঁচতে দাও তাকে তার নিজ মননে।
========