কবিতা: শুভঙ্কর চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: শুভঙ্কর চট্টোপাধ্যায়


নারী দ্য বস



মাটির ওপরে গাছ
শেকড় গভীরে,
নারী তো মাটির মতো, বুঝি
কখনো মা,কখনো সে মেয়ে,
পুরুষ ধারণ করে,
ভালবেসে
নিজের শরীরে।