সম্পাদকীয় ও সূচিপত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

সম্পাদকীয় ও সূচিপত্র


সম্পাদকীয়

ব্লগ-নবপ্রভাত এক বছর অতিক্রম করে দ্বিতীয় বছরে পা রাখল। বহু মানুষের আশীর্বাদে আমরা আপ্লুত। বেশ কিছু রদবদল আমরা ইতমধ্যে করেছি। 
        প্রতিটি লেখার লিঙ্ক আমাদের ফেসবুক পেজ নবপ্রভাত (https://www.facebook.com/Nabapravat-760081794044853/) -এ পোস্ট করা হচ্ছে। লিঙ্ক যত খুশি শেয়ার করুন। লিঙ্ক-সুত্রে প্রত্যেকের লেখা ব্লগে এসে পড়ুন সবাই। 
         প্রতিটা লেখার শেষে ফেসবুক কমেন্ট-বক্স যুক্ত আছে। আপনারা লেখা সম্বন্ধে মত বিনিময় করুন ওখানে। এখানেই ফেসবুকের মতো কোনও মন্তব্যে লাইক করাও যাবে। 
         প্রতি মাসের সর্বোচ্চ পঠিত লেখাগুলি নিয়ে আমাদের আলাদা একটা ভাবনা আছে। তা সময় মতো ঘোষণা করা হবে। 
         আগামীতে আরও পরিবর্তন আনার প্রচেষ্টা আছে। আকর্ষণীয় করে তুলতে চাই ব্লগটিকে। আপনাদের মতামত পরামর্শ চাই খুল্লামখুল্লা। 
        সকলে খুব ভালো থাকুন। আনন্দে থাকুন। নমস্কার।
নিরাশাহরণ নস্কর
(সম্পাদক)




সূচিপত্র


প্রবন্ধ/নিবন্ধ/মুক্তগদ্য

অরুণ চট্টোপাধ্যায়   আশিস চৌধুরী   তাপসী লাহা   নিসর্গ নির্যাস   অদিতি চৌধুরী   শেফালি সর   কৃষ্ণেন্দু মণ্ডল   রাণা চ্যাটার্জী   অমৃতা বিশ্বাস সরকার   রাজশ্রী বন্দ্যোপাধ্যায়   সবিতা বিশ্বাস   চিরকুট   অমিত পাল


অণুগল্প

জয়শ্রী রায় মৈত্র   তরুনার্ক লাহা   শ্যামাপদ মালাকার   রিয়া চ্যাটার্জী   স্বরূপা রায়   



কবিতা/ছড়া

সবর্না চট্টোপাধ্যায়   তৈমুর খান   অমিতাভ দাস   সুজাতা মিশ্র (সুজান মিঠি)   শুভঙ্কর চট্টোপাধ্যায়   শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়   চন্দন মিত্র   ফিরোজ আখতার   দেবাশিস রায়কাশ্যপ   অরবিন্দ পুরকাইত  তাপসকিরণ রায়   সুনন্দ মন্ডল   সুপ্রীতি বর্মন   অ-নিরুদ্ধ সুব্রত   কান্তিলাল দাস   সঞ্জীব সেন   বিশ্বনাথ প্রামানিক   সোমনাথ বেনিয়া   পল্লব কর্মকার   মোনালিসা পাহাড়ী   শুভাশিস দাশ   রণেশ রায়   রাজু কর্মকার   সত্য মোদক   মন্দিরা ঘোষ   রমলা মুখার্জী   রাজু দাস   সৌরভ ঘোষ   তরুণ কুমার মাঝি   সোহিনী সামন্ত   প্রলয় কুমার বিশ্বাস   সজল কুমার টিকাদার   গৌর গোপাল সরকার   দুলাল সুর   শিবপ্রসাদ গরাই   সুমন নস্কর   সঞ্জয় কীর্ত্তনীয়া   রবিউল ইসলাম মন্ডল   গায়ত্রী ভাদুড়ী   দিব্যেন্দু গনাই   তপন কুমার মাজি   আশিস ভৌমিক   সুমিত দেবনাথ   খগপতি বন্দ্যোপাধ্যায়   আবদুস সালাম   অষ্টপদ মালিক   জয়তী রায়   দিপংকর দাশ   শক্তিপদ পণ্ডিত   মৃণাল কান্তি ভট্টাচার্য   অসীম মাহাত   জুঁই ভট্টাচার্য   জয়শঙ্কর চক্রবর্তী   বসন্ত কুমার প্রামাণিক   জয়ীতা  চ্যাটার্জী  আদিত্য বর্মন   পিয়াংকী মুখার্জি   রমলা মুখার্জী   অমৃতা খেঁটে   কোয়েলী ঘোষ     লিপি ঘোষ হালদার