কবিতা: অসীম মাহাত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: অসীম মাহাত



 মাতৃস্নেহ 

                           
                      


মায়ের স্নেহ - ভালোবাসা ,
সকল জীবের থাকে আসা ।
মাতৃ মমতায় সবাই হারে-
মাতার উপরে কেহ নাই সংসারে ।
অত্যাচার করে যেবা , মায়ের উপরে 
নরকের কীট রূপে জন্ম লয় সংসারে ।
জগতের নারী সবাই মায়ের সমান 
সকলেই কর ভাই তাদের সম্মান ।

                       ---