Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

শেফালি সরের নিবন্ধ


 ।। আমাদের অধিকার।।          



আমরা নারী। আমরা বিধাতার সৃষ্টির শ্রেষ্ঠতম সৌন্দর্য সম্পদ।আমরাই পৃথিবীর সর্বত্র লক্ষ্মী শ্রী হয়ে বিচরণ করি। আমরা তো কারো হাতের খেলনা পুতুল নয়। প্রশ্ন জাগে মনে ১৯৭৫ সালে রাষ্ট্র পুঞ্জের স্বীকৃতিকে মেনে শুধু ৮ই মার্চ দিনটা কেন ই  বা নারী দিবস হিসেবে চিহ্নিত হচ্ছে? তাহলে কী ৮ই মার্চ এর রাত পোহালেই নারী দিবস শেষ হয়ে যাবে? ৯ই মার্চ ভোর থেকে আবার আমরা চলে যাবো গৃহকোণে বন্দিনী হতে সংসারের সব ছিদ্র গুলোকে ভরাট করতে সব গুরু দায়িত্ব কাঁধে নিয়ে। সত্যি ই খুব লজ্জা হয়, এই একটা দিন যে কেন আমাদের চোখে মায়া কাজল পরিয়ে মিথ্যের বেসাতি করা হয়? যদিও এই প্রশ্ন টা আমাদের অর্থাৎ মেয়েদের ই করা উচিত। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের মেয়েরা এ প্রশ্ন না করে মিথ্যে বেসাতি র স ওয়ার হয়। গয়না, শাড়ি,বাসন কোসনের ছাড় গুলোকে কেন যে নিজেদের অহংকার বা অলংকার বলে মনে করে মেয়েরা সত্যি ই বুঝিনা।এ লজ্জা আমাদের মেয়েদের ই হ ওয়া উচিত। কিন্তু আমরা তো স্বপ্ন দেখতে পারি একজন ফুটবলার, একজন পর্বত অভিযাত্রী, একজন অ্যাথলেট, একজন দায়িত্বশীল সৈনিক হ ওয়ার! অবশ্যই একজন সুদক্ষ গৃহিণী হ ওয়ার ও বটে। কিন্তু সমাজ তাকে ব্যঙ্গ করে আর অপমান করে ঘরের কোণে বন্দিনী করে রাখতে চায়।
        আমরা মেয়েরা এইসব মেনে নিই বলেছিনা সমস্ত মিডিয়া ই এমনি সব দুর্ব্যবহার করার সুযোগ পায়।আর সেই সুযোগ পায় বলেই তাদের ই মনের মতো করে বিজ্ঞাপন গুলোকে সাজায়।যুব সম্প্রদায়ের সামনে নারীর শরীর প্রদর্শনের সুযোগ করে দিয়ে একটা অন্যরকম কুৎসিত বার্তা পৌঁছে দেয়।তার ই ফল স্বরূপ সমাজে এতো ধর্ষণের মতো জঘন্য অত্যাচার বেড়ে চলেছে। আমার মতে নারীর এই যে অপমান তার জন্য অধিকাংশ ক্ষেত্রেই নারীরাই দায়ী।
কেন আমরা তো দাবী করতে পারি টিভি সিরিয়ালের পর্দায় সার্থক নারী জীবনের গল্পে পরিবেশিত হোক। তাহলে অন্তত আর কিছু না হোক, আমাদের দৃঢ় মনোবল টা ফিরে আসবে। তখন কেউ সাহস পাবেনা বলতে সঙসার  সুখের হয় শুধু ই রমণীর গুণে।আসল কথা আমাদের প্রতিবাদী নারীর ভূমিকায় অবতীর্ণ হতে হবে,আর আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতেই হবে। তাহলে অন্তত আমাদের চুরি যাওয়া স্বপ্ন গুলো তো ফিরে পাবো।
        প্রসঙ্গত মনে পড়ছে স্বামীজির একটি উক্তি নারীদের সম্পর্কে। তিনি জাতীয় জীবনে নারীর যথার্থ অধিকার ও মর্যাদা রক্ষাকেই পূজা আখ্যা দিয়ে বলেছেন --"মেয়েদের পূজা করিয়াই সব জাতি বড় হ ইয়াছে। যে দেশ যে জাতিতে মেয়েদের পূজা হয় নাই,সে দেশ সে জাতি কখনও বড় হ ইতে পারে নাই, কস্মিনকালেও পারিবেনা।"সামাজিক জীব হিসেবে স্ত্রী পুরুষের সমান অধিকার ও মর্যাদা আছে। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'সবলা'কবিতায় বিধাতার কাছে প্রশ্ন রেখেছেন--"নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা?"     

 ---------------:-------------------        
শেফালি সর,জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর।৭২১৬৩৩

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত