কবিতাঃ শিবপ্রসাদ গরাই - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ শিবপ্রসাদ গরাই



নারী গাথা 



হ্যাঁচকা টানে বাঁধ ভাসিয়ে 
বললে তুমি আমায়
ছাই এর মতো ফুৎকারেতেই 
উড়াতে পারি তোমায়

(আমি বলি) লক্ষ্মীসোনা সোনামোনা 
                  যতই বলো আমায়
                 ওসব কথায় ভুলছি না আর
                 বলে দিলাম সেটাই
                ও সব তোমার চালাকি 
                ঘরেই রেখে এসো -
               মেয়েদের ভেবো না আর 
              আগের মতো 'গাওয়ার '
            আমার তুমি, তুমি আমার 
             মাস্কামারা কথা
          আমরা আর শুনবো না 
         বলেই দিলাম সেকথা 
        আগুনরঙা পলাশফুল বা রক্তরঙা জবা
       যা খুশি তাই ভাবো 
      ভাবতে ভাবতে ছ্যাঁৎ করা বুক 
   
হার্টফেল না করে দেখো !

মানছি না আর মানব না
ওসব কথা আমার নয় (নারীবাদী তকমা পেলেও)
আমরা শুধু বুঝি বাপু 
জীবন আর মৃত্যু সমান নয় 

জীবন গেছে মৃত্যু চলুক                         
সোজা পথে এবার 
আমাদেরও তো
মানুষ বলে গন্য হওয়া দরকার ।
=====================

# শিবপ্রসাদ গরাই 
গ্রাম শ্যামদাসপুর 
পোস্ট বাঁকুড়া
জেলা বাঁকুড়া