কবিতা: সোহিনী সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: সোহিনী সামন্ত



        মা


মেঘলা রোদের প্রথম আলোর ঝিলিক লেগে থাকে সদ্যজাত শিশুর শুভ আগমনে...
মাতৃ ক্রোড়ে দোদুল্যমান দোলনা সুখের আহ্লাদী হাসনুহানায় আদরের দিশা দেখায়...
দেশ মাতৃকার প্রেম ভাণ্ডার উজ্জীবিত হয় নতুন দীপ্ত জীবন্ত আন্দলনে...
বীরসৈন্যের দল জীবনের মূল্য বুঝিয়ে চলে মাতৃভূমির প্রত্যক কণায়...
মাটি আঁখড়ে থাকে সবুজের সকল শিকড়...
শিকড় বড় নির্ভরশীল মৃত্তিকার একান্ত ক্রোড়ে...
নীল সীমান্ত খুঁজে বেড়ায় নিজস্ব মাতৃ ঠিকানা...
ঈশ্বরী রশ্মি ভেদ করে রহস্যের বালুকা কণা...
যশোদার চোখের অশ্রুর কণায় কৃষ্ণের ছায়াপথ সৃষ্টি হত...
যেমন করে মাদার টেরেসার হাতের স্পর্শে শিশু ভিক্ষুক,
মায়ের অজস্র সীমাহীন আদর খুঁজে পেত...
জন্মের দেবী সর্বদাই পুজিত...
পবিত্র চেতনা দীর্ঘ কাঙ্ক্ষিত।।
 =======================
 সোহিনী সামন্ত
শ্যামনগর ২৪ পরগণা