কবিতাঃ সোমনাথ বেনিয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ সোমনাথ বেনিয়া



নারী, একটি জানালার নাম 


জানালার পাটাতন জানে বৃষ্টি-বিকেল বর্ণনা
আর অপেক্ষার রঙ মন খারাপ
উদাস দৃষ্টি যে পথ রচনা করে, তার ভূমিকায় -
নিশ্বাসের সংকলন, প্রতিশ্রুতির আবহসঙ্গীত
হাতের উপর স্পর্শের পাশে কামনা কমা হয়ে বসে
গর্ভবতী হয় মেঘ, আদর্শ ছায়া তার ব‍্যাকুল
মনের অচিনপুরে ফিরে আসে স্থাপত‍্যের ভাস্কর্য
সমস্ত পাঠ‍্য শেষ হলে সম্পর্কের পাশে হাসে বিস্ময়
ঘোর লেগে যায়, বাতাস প্রফুল্ল চিত্তে, বহুগামী
ভাষা, নারকেল পাতার মতো তিরতির, সবুজ চিরুনি
কবিতার ব‌ইয়ের প্রথম লাইন অবিস্মরণীয় হতে,
বুকের নাবাল উপত‍্যকায় রাখে ভাঙনের দাগ
বোঝা যায়, বোঝা দায়, সবটা নিয়ে অর্ধেক আকাশ
সহজে বলতে পারে না বলে -
বানান নিজেকে সিলেবেলে ভাঙে
রূপ নাও, নাও গন্ধ, নাও বিরহের আনন্দ, পদাবলি
নারী, একটি জানালার নাম এবং ধ্রুবক, মেলানকলি

================


সোমনাথ বেনিয়া
 ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯।