কবিতা: দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: দুলাল সুর



       মানবজীবন

     
স্নেহময়ী নারী তুমি
আমার গর্ভধারিণী,
তোমার কোলে হয়েছি লালন
পৃথিবীর আলো দেখেছি তোমার চোখে
আমার সকল অনুভুতির স্রষ্টা মাগো
তুমি সযত্নে বুকে আগলে করেছ প্রতিপালন।
আদর মাখা নিঃস্বার্থ ভালোবাসা
হতাশা ও ব্যর্থতার মাঝেও তোমার অভয়বাণী
সকল দুঃখ যন্ত্রণার ঘোচায় অবসান।
সন্তানের শত দুঃখ ব্যথা বুকে সয়েও
মাগো শুভ্রা মাখা হাস্যজয়ে
স্বপ্ন পূরণে সর্বদা থাকো প্রাণচঞ্চল।
শত প্রলোভনেও যেন না হই বিচ্যুত
আশিষ করো তোমার মমতাভরা আচলতলে
শ্রদ্ধা আর ভক্তিতে হোক বিরাজিত ক্ষুদ্র এই মানবজীবন
**********************************************

-       দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                    
কোলকাতা – ৭০০১২৯,