কবিতাঃ মন্দিরা ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ মন্দিরা ঘোষ


ঘাম কুড়োনো মেয়েটি


যে ভাবে প্রতিটি সকাল
ধুলো ওড়ায় অনিশ্চিত সংলাপের
জল কাঁখে নগ্ন কোমড়ের মেদ
ভেদ করে হতাশের মোচড়
উত্তর না মেলা প্রশ্নের ধার ছিঁড়ে
প্রোগ্রেসিভের লেন্স ধারালো  হয়
যে সুগন্ধি বিকেল পাওনা ছিল
ঘাম কুড়োনো মেয়েটির
সে প্রতিদিন সূর্য  দ্যাখে
কালো ধোঁয়ার আড়ালে
 অন্ধকার নাভির নীচে লুকোনো
জোনাকির পাপ
উল্কিতে ছটপটে তিতলিকথা
অলস তেলচিটে বেঞ্চিতে
দাগ ধরা উদাসীন চায়ের কাপ
সব দাবিদাওয়া মাপে
ছাপা ব্লাউজের আঁশটে চাহিদারা
পোড়া টোস্টের লালায়
ডুবে যায় রোজ
পাওয়া না পাওয়ার যুগলবন্দীতে
আবার একটি ভোরের প্রসব
অস্থির লেন্সের ডানায় ঝাপসা রোদ
  মাড়িয়ে মাড়িয়ে
একই ছন্দে হাঁটে রাজপথ
==================

Mandira Ghosh
4, Lokenath Chatterjee Lane
Shibpur,Howrah- 711102