তৈমুর খানের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

তৈমুর খানের কবিতা


বিজ্ঞাপন অন্যকথা


এক একটা গভীর জলাশয়
নারী হয়ে হেঁটে যাচ্ছে
দিনগুলি সাদা রাত্রি হয়ে গেলে
কে হবে জীবনের চাঁদ?


ফাগুন মাসের জুতো হারিয়ে গেছে
আকাশের ভেজা জামা থেকে মৃত্যুর গন্ধ
স্টেশনে থেমে আছে নীল ট্রেন
আগুন চেপেছে তার বন্ধু ঘাতকের সাথে


ঘুরছে যার যা সামর্থ্য
দেয়াশলাই বাক্স, পেট্রোল, কেরোসিন
নরম তুলোয় শুয়ে থাকা গান
হাসপাতালের মায়ায় চতুর আরোগ্য
মহাজাগতিক বিশ্বে ঝরে পড়ছে এক একটি
        বিজ্ঞাপন
                     অন্যকথা