কবিতা: ~তপন কুমার মাজি~ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: ~তপন কুমার মাজি~



  দুই ভিন্ন চিত্র


                          

একটা মেয়ে ইংলিশ মিডিয়াম
টার্গেট তার অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স,
একটা মেয়ে নিরক্ষর বলে
বাবুদের বাড়িতে নেই বাসন ধোয়ারও চান্স।

একটা মেয়ে পৃথিবীটাকে মুঠোয় ধরতে 
রঙিন ডানায় ওড়ে আকাশে,
আর একটা মেয়ে শিশু-শ্রমিক পেটের দায়ে
সমাজব্যবস্থার দোষে।

একটা বউ আলট্রামডার্ণ জিন্সপ্যান্টওয়ালি, 
সাথে হুইস্কি-রাম-স্যাম্পেন,
হাড়ভাঙা ঘাম ঝরিয়েও আর একটা বউয়ের
জোটে না ভাতের ফ্যান।

একটা বউ রত্নখচিত সাতমহল্লার পাটরাণী,
তবুও সে মনেপ্রাণে ভিখারী,
আর একটা বউ শান্তির পাল উড়িয়ে দিয়ে
দুখসাগরে ভাসায় সুখতরী।

একটা মায়ের পরিণতিটা বড়ই করুণ, 
বৃদ্ধাশ্রম তাঁর শেষ ঠিকানা--
শত কষ্টেও আর একটা বউ ভাগ করে নেয়
বৃদ্ধা শ্বাশুড়ির সকল যন্ত্রণা।

দুই নারীর দুই ভিন্ন চিত্র, চির জাগরুক এই দেশে,
রসিকমহল ভাবুন বসে কী ভাববেন নারী দিবসে!! ??
----------------------------------------------------------


Tapan Kumar Maji
Courtmore, Hindusthanpark,
Burdwan (W), Asansol- 713304,
09-03-2019,
----------------------------------------------------------