কবিতাঃ সত্য মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ সত্য মোদক



   সে—

            

অভাব অনটন অবলীলায়....
সব তুচ্ছ করতে পারো
                             ——সে তুমি
সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালায় 
                             ——সে তুমি
হা—হা  কার করা করুন আর্তি
                              —তাও তুমি
হাতে হাত রেখে চলার প্রতিশ্রুতি
                              ——সে তুমি
সভ্য সমাজে বুর্জুয়া প্রচারের হোডিং
                             ——তাও তুমি
বিকৃত পুরুষের লালসা
                                ——সে তুমি
উলঙ্গ পোষাক——যুগের পন্য
                               —— সে তুমি 
যা ! দেখতে পাওয়া উচিৎ নয়...
তা ....অনায়াসে সহজলভ্য 
                             ——তাও তুমি
তুমি সংগ্রাম——
তুমি প্রতিবাদ——
তুমি লড়াই——
তুমি এগিয়ে যাওয়া
তুমি থমকে যাওয়া
তুমি প্রেম 
তুমি ভালোবাসা

তুমিইতো....গঙ্গা
সকল আবর্জনা ....ধুয়ে
মুছে সার্ফ করো——
সে তুমি——তুমিই সে...
================

সত্য মোদক
হেলেঞ্চা,উত্তর ২৪ পরগনা