Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

ছবি
  এই সংখ্যায় একটি গ্রন্থ আলোচনা ও একটি ধারাবাহিক রচনা ছাড়া সব লেখাই ভাষা দিবস, মাতৃভাষা, ভাষাচেতনা ও ভাষা সমস্যা বিষয়ক রচনা। লেখাগুলি এই সংখ্যাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। পড়ুন। শেয়ার করুন। মতামত জানান। লেখকগণ নিজের নিজের লেখার লিঙ্ক শেয়ার করুন যতখুশি, যে মাধ্যমে খুশি। কিন্তু স্ক্রিনশট শেয়ার নৈব নৈব চ!  অন্য বিষয়ের লেখাগুলি আগামী সংখ্যার জন্য রইল।  সকলকে ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকুন।   --সম্পাদক, নবপ্রভাত। ==  সূ  চি  প  ত্র  == প্রবন্ধ-নিবন্ধ অমর ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালীর বাংলা ভাষা দুর্জয় দিবস।। বটু কৃষ্ণ হালদার ভাষা শহীদদের পঁচাত্তর বছর।। অনিন্দ্য পাল একুশে ফেব্রুয়ারি : বাঙালির শ্রেষ্ঠ অশ্রুবিন্দু।। জীবনকুমার সরকার কবিগানের সাহিত্যিক ও সমাজতাত্ত্বিক মূল্য।। বারিদ বরন গুপ্ত বিপন্ন মাতৃভাষা ও সংস্কৃতি।। শ্যামল হুদাতী মায়ের দুধ আর মাতৃভাষা।। প্রদীপ কুমার দে একুশে ফেব্রুয়ারি : কিছু কথা।। বনশ্রী গোপ বাংলায় কথা বাংলায় কাজ।। চন্দন দাশগুপ্ত বিপন্ন মাতৃভাষা ও তার মুক্তির পথ।। মিঠুন মুখার্জী. হে অমর একুশে, তোমায় ভুলিনি, ভুলব না।। মহম্মদ মফিজুল ইসলা...

অণুগল্পঃ তরুনার্ক লাহা




                        

                          বিজয়া                     

               ----------------


---মনসারাম,বাড়ি আছো?
রান্নায় ব্যস্ত মনসারামের বৌ বিন্দির কানে এসে পৌঁছায় এই ডাক।কড়াইটা নামিয়ে বাইরে বেরিয়ে আসে।জনাপাঁচেক ভদ্রলোক দাঁড়িয়ে ।।বিন্দি জানতে চায়---তুমরা কে গো?
ধুতি পাঞ্জাবি পরা বয়স্ক ভদ্রলোকটি এগিয়ে এসে বলে---আমরা এসেছি সীতারামপুর থেকে।দুর্গা 
পূজায় মনসারামকে বাজাতে হবে গো।আমরা বায়না   করতে এসেছি।মনসারাম কোথায় গেল?
বিন্দি দ্বিধাগ্রস্ত।তবু মন শক্ত করে বলে---আমি উয়ার বৌ।তুমরা বায়না করে যাও।ইখানে একটুকুন দাঁড়াও।আমি আসছি।
বিন্দি দ্রুত পা চালিয়ে পাশের গলিতে ঢুকে যায়।মিনিট দশেক পর ফিরে আসে প্যালারামকে সাথে নিয়ে।মনসারামের  ভাই ।যমজ ।প্যালারামের সামনেই বায়না হয়ে যায়।লোকগুলো খুশী মনে ফিরে যায়।
প্যালারাম বিন্দিকে জিজ্ঞেস করে---ইটা কি হল্য,বৌদিদি?তুমার সাহস ত কম লয়!তুমি ইবার সামাল দিবে কি করে?আমরা ত আর দাদার মতন বাজাতে পারি নাই।লোকে আমাদের মারবেক।
  বিন্দির কণ্ঠস্বরে ভীষণ দৃঢ়তা ---এত ভয় পাওয়ার  কিছু নাই।তুমার দাদা না থাকলেও আমি ত আছি।আমিও বাজাতে জানি।তুমার দাদার কাছে শিখেছি।আজ থেকেই আমরা মহড়া শুরু করব।
প্যালারাম বিন্দিকে যতই দেখে অবাক হয়।বিন্দি কম চেষ্টা করে নি মনসাকে মদ থেকে দূরে রাখার জন্য ।কিন্তু মদই মনসাকে শেষ করে দিয়েছিল।ঢাক বাজাবার সময় মনসার অন্য রূপ।সবাই মুগ্ধ হয়ে যেত তার ঢাকের বোল শুনে ।ঠিক যেন কবিতা আওড়াচ্ছে।গ্রাম শহরে অনেক নাম ছড়িয়েছিল মনসার।বিন্দিকেও শিখিয়েছিল অনেক কৌশল ।দুর্গাপূজা এলে বিন্দি যেতে চাইত।মরার একবছর আগে কাশিমবাজারে নিয়ে গিয়েছিল বিন্দিকে।না বাজালেও বিন্দি দেখে এসেছে দুর্গা মায়ের সামনে মনসার মনপ্রাণ ঢেলে দেওয়া ঢাক বাজাবার অদ্ভূত কলা।
একদিন বাজাতে বাজাতেই মনসা ঢাক আঁকড়ে ঢলে যায়।বিন্দি দৌড়ে আসে।সব শেষ ।বিন্দি বিধবা হয়।
    দেখতে দেখতে শরৎ আসে।পুকুর পাড়ে সাদা কাশের ঝোপ জানান দেয় পূজো আর দেরী নেই। সামনেই অগ্নিপরীক্ষা ।
সীতারামপুরে বিন্দি তার ঢাকের দল নিয়ে হাজির।বিন্দিকে দেখেই গাঁয়ের লোক বলাবলি করতে থাকে---মিঞা মানুষ ঢাক বাজাবে,এটা কেমন হবে?পারবে তো?
কেউ কেউ বলে---সস্তায় পেয়েছে রে;
বিন্দি আজ লাল শাড়িতে সেজেছে।বিধবা মানুষ ।লাল শাড়ি পরা বারন।বিন্দি ওসবের তোয়াক্কা করে করে নি।সিঁথি আকাশ গঙ্গা হলেও সারাশরীরে ঔজ্জ্বল্য কম নেই।কোমরে লাল ওড়না বাঁধা।পায়ে ঘুঙুর।বিন্দি কারো কথায় কান না দিয়ে ঢাক বাজাতে শুরু করে।দলের মধ্যমণি বিন্দি। নাচতে নাচতে ঘুঙুরের তালে তালে বিন্দি ঢাক বাজিয়ে চলে।সঙ্গত দেয় প্যালারাম ওতার দলের লোকেরা।ঢাকের সুর ছন্দে মন্দির প্রাঙ্গন গমগম করতে থাকে।
উপস্থিত সকলেই মন্ত্রমুগ্ধ।বিন্দির ঢাক বাজানো দেখতে আট থেকে আশি সবাই হাজির।ঢাক বাজানো শেষ হয়।কমিটির সেক্রেটারী  খুশী হয়ে বিন্দির ওড়নায় একশ টাকার নোট গেঁথে দেয়।
বিন্দির চোখ আনন্দে চিকচিক করে।স্বামীর মান রেখেছে সে।সে যে মনসারামের বৌ প্রমাণ করেছে আজ। 
                           ***
তরুনার্ক লাহা
গ্রাম +পোষ্ট বেলিয়াতোড়(কলেজ পাড়া)
জেলা বাঁকুড়া 
পিন ৭২২২০৩


জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত