কবিতাঃ শক্তিপদ পণ্ডিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ শক্তিপদ পণ্ডিত



 আজকের নারী




ত্রিভুবন জয় করছে যখন আজকের এই নারী
সেই নারীকে আমরা কী গলগ্রহ বলতে পারি?
উচ্চশিক্ষা, খেলাধূলা, পাইলট বা সাংবাদিকতায়
নারী তাল মিলিয়ে পুরুষসম করছে বিশ্বজয়
চাকরী সহ গৃহস্থালির কাজকর্ম করে নিপুণ হাতে
জন্ম দিয়ে সন্তান পালন করে কত ঘাত প্রতিঘাতে 
পাহাড় চূড়ায় উঠছে আজ আমাদেরই ঘরের নারী
ঘরে বাইরে অফিসে আদালতে চ্যালেঞ্জ নিচ্ছে সরাসরি
বড়ো হওয়ার সময় থেকে মনকে গড়ে তোলে
সেবা যত্নে ভরিয়ে দেয় আপন কষ্ট ভুলে
কখনো নারী প্রিয়তমা জায়া, কখনো তিনি গর্ভধারিনী
কখনো নারী স্নেহের দুহিতা, নারী কখনো ভগিনী
আজও সমাজে নারী পাচার চলছে রমরমিয়ে
এই নারীরাই পণের বলি অমূল্য জীবন দিয়ে
নারীর ধর্ম, নারীর কর্ম, নারীর সম্মান ভুলে
সমাজ আজও হানছে আঘাত এই নারীর মর্মমূলে
নারী ওঠো জাগো হও আগুয়ান একসাথে দল বেঁধে
শপথ নিয়ে ঝাঁপিয়ে পড় অসি তুলে নাও কাঁধে।
__________

শক্তিপদ পণ্ডিত,
৭৬/১এ/২, ব্রাহ্ম সমাজ রোড, বেহালা,
কলকাতা - ৭০০ ০৩৪