কবিতা: দিব্যেন্দু গনাই - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: দিব্যেন্দু গনাই


অর্ধনগ্ন নারী



নূপুরের ঝংকার–
সিক্ত শরীরে মিলি রাস্তার ধারে.....
চোখ সরাতে পারি নি–
শরীরে যেনো আগ্নেয়গীরির অগ্নুৎপাত,
— কি রে মিলি, স্নান হলো?
— হ্যাঁ দাদা, পূজো আছে ঘরে।

নগ্ন থেকে আজ সে অর্ধনগ্ন–
কিন্তু আজ কেনো এতো উথলে ওঠা ঢেউ?
নগ্নতা সত্যিই কি আপেক্ষিক?

জাপটে ধরা শাড়ি– তার যৌবনের প্রতিচ্ছবি
শরীরে জলের ছিটেফোঁটা দাগ
তার জঠরে সমুদ্রের ঢেউ–
ইচ্ছে হলো–তার স্পর্শ অনুভব করি,
চুম্বনে সেই সমুদ্রের লবনতা মাপি।
স্পষ্ট বুকের ক্লিভেজ–
আমি পারিনি– তার গভীরতা নির্ণয় করতে।
তোর বক্ষে আমি স্বর্গ–নরকের বিভেদ দেখিনি,
তোর ভেজা শাড়ির আড়ালে, চন্দ্র কলঙ্ক খুঁজেছি।

মিলি–অসহায় আমি–
অর্ধনগ্নতার ঘেরাটোপে নগ্ন মিলিকে দেখেছি।
....................................................................

নাম–দিব্যেন্দু গনাই  
ঠিকানা–দক্ষিণ দমদম,কলকাতা–৭৪