Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

কবিতা: রাজু কর্মকার


হ্যাপি উইমেন্স ডে 


                       

আবার মেয়ে ? চলবে না । নষ্ট করো ! 
সময় পেরোনোর আগেই ভ্রূণটাকে মেরে ফেলো । 
মেশিনটার ফরমাটই বোধহয় সেরকম । 
                      সবই মেয়ে । 
চলো পাল্টাও । ছুঁড়ে ফেলো মেশিনটা ! 
নতুন আনো । দেখা যাক । 
মুখে বলো "হ্যাপি উইমেন্স ডে" ! 

সেকী কথা ! !  বিয়ের বছর ঘুরে গেলো ! 
এখনো পণের টাকা বাকি ? 
খুব অন্যায় । 
মারো । কাজ না হলে পুড়িয়ে মারো । 
নির্দয় জল্লাদ আমরা তখন । 
লোহা লক্করের পাঁজর শয্যায় 
চিরনিদ্রায় বিবেক, মনুষ্যত্ব ! 
বোল উঠুক ব্যাক গ্রাউন্ডে_
                      "হ্যাপি উইমেন্স ডে "

আমরা কাজে কম্মে যাই ; 
রাত বিরেতে বাড়ি ফিরি ! 
তাই বলে তাদেরও সে স্বাধীনতা ? 
সম বেতনের অধিকার ? 
কিম্বা 
হিংস্র কামুক সিংহের রক্ত চক্ষু অগ্রে 
স্বল্প বাসে অর্ধাবৃত 
উত্থিত মাংস পিন্ডের হাত ছানি ? 
পোশাকের স্বাধীনতা ? 
এত দুঃসাহস ! 
ধরো মালটাকে ! 
মুখ বেঁধে ওই নির্জনে নিয়ে 
কেড়ে নাও সব ইজ্জত আব্রু ! 
ধর্ষিতার লেবেল এঁটে চিলে কোঠায় 
কিম্বা 
মরার গাদায় ঠাঁই দাও । 
আর তারস্বরে বলো _
                     "হ্যাপি উইমেন্স ডে " ।

এই মেয়ে তুই বাসন মাজ, কাপড় কাচ । 
ঘরের সব কাজ কর । 
তোর স্কুলে গিয়ে কাজ নেই । 
সেইতো পরের বাড়ির ঝি হবি ! 
তার চেয়ে বরং ছেলেটা যাক ! ওর ভবিষ্যৎ আছে ! 
তীব্র হুংকার অসহায় পিতার ! 
বাতাসে ভাসুক ব্যঙ্গাত্মক ধ্বনি_
                    "হ্যাপি উইমেন্স ডে " । 

নারীরা স্বাধীন হবে ? নিজের পায়ে দাঁড়াবে ? 
সবেতেই অবাধ বিচরন হবে ! 
তখন কী হবে পুরুষ তান্ত্রিকতার ! ! 
তাই সুকুমার বৃত্তি নষ্টের অছিলায় 
কিম্বা 
সংস্কারের বেড়ি দিয়ে আটকে রাখো 
রান্না ঘর আর শোবার ঘরে ! 
ও হ্যাঁ, বলতে ভুলোনা _
                        "হ্যাপি উইমেন্স ডে " !

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩