কবিতা: গায়ত্রী ভাদুড়ী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: গায়ত্রী ভাদুড়ী





নারী তুমি



তুমি মাতৃরূপী বটচ্ছায়া,
জোছনা মাখা স্নিগ্ধ মায়া।
তুমি দুষ্ট দমনকারী দশভুজা,
আবার,সন্তানের দুঃখ হারিনী মাতা।
তুমি পাখির ঠোঁটের গান,
রঙীন ফাগের প্রথম বিহান।
তুমি অবগুন্ঠনে রাখো দুঃখ,ঠোঁটে আঁকো অনাবিল হাসি!
গহীন রাতে বৃষ্টি হয়ে ঝড়ে হও বানভাসি।
তুমি পুরুষের অর্ধাঙ্গিনী,
প্রেমিকের ঘুমঘোরে স্বপ্নচারিনী।
তুমি জীবনানন্দের বনলতা,
কিম্বা রবি ঠাকুরের কাব্যের অনুপ্রেরণা।
তুমি আঁধারে প্রজ্বলিত দীপশিখা,
ধূসর শুষ্ক মরু মাঝে মরীচিকা।
তুমি সৌন্দর্য,প্রেমিকা!
কখনো একলা বয়ে চলা খরস্রোতা।
তুমি মমতাময়ী ছোঁয়া,
বৈশাখী বিকেলের শান্ত শীতল হাওয়া।
তুমি সহনীয়তার প্রতীক,
উজ্জ্বল স্বচ্ছ দীপ্তিময় স্ফটিক।
তুমি খোলা সুনীল আকাশ
তোমাতেই হাজার নক্ষত্রের আবাস।
তুমি অসীম শক্তি,
তোমা হতেই সভ্যতার সৃষ্টি।
তুমি বিনে জগত শূন্য!
তোমাতেই জীবন পরিপূর্ণ।।
===================

গায়ত্রী ভাদুড়ী