কবিতাঃ সঞ্জীব সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ সঞ্জীব সেন


ওগো শ্যামকাঞ্চন 

মৃত ন্যাসপাতির মত নীরবতা দেখলে
অন্ধকারগুলোকে অদৃশ্যমানতা মনে হয়, মনে হয় এসব আমারই দেখার ভুল,
মনে হয় ভোরের সহজিয়া আলো এসে পরলে সব ঠিক হয়ে যাবে
স্মৃতি নির্জনতার কোন দেশ নেই তাই ভিসার প্রয়োজনও নেই,
আমার ভিতর কোন বেগুনিবর্ণের শ্যামকাঞ্চন নেই, তাই রাধাবল্লরী লেখা হয়নি
যাকে বলে শ্রাবণতাড়িত,
তবে ভাললাগে বর্ষাকাল
মাধুর্যের জ্বর দেখেছি একশ আট ডিগ্রী ছাড়িয়ে গ্যেছে,
যে রাত পূর্ণশশী দেখেনি তার ইহজন্মে কবিতা লেখা হবে না,                                                                                                                                                 ওগো,,কস্তুরীআভার চাঁদ ,চৌরাস্তার ট্রাফিক,মেলার সবুজপোষাকের  ভলান্টিয়ার =                                                                                         
বলে দাও তবে কোথায় গেলে পাব সেই হলুদ পাড়ের দালান যেখানে সন্ধ্যা প্রদীপ হাতে দাঁড়াবে নারী তারপর রাত হলে  সমস্ত ছলনাসজ্জা ছেড়ে  রণসজ্জা পরে কাছে এসে বলবেবলেছিলাম না ফিরতেই হবে আপনাকে
 =============================


সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
পোস্ট পানিহাটী
কলকাতা=114
পানিহাটী ফেরিঘাটের পাশে
9051034479