কবিতাঃ বিশ্বনাথ প্রামানিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ বিশ্বনাথ প্রামানিক


চিঠি



অনু,
      কেমন আছো তুমি!
তুমি লিখেছ  -"ভালো নেই !"

আজও  হাজার জনতার ভিড়ে
তোমার মুখ খুঁজে বেড়াই
অস্পষ্ট আবছায়া মেঘমালার
বৃন্তে দুলতে দুলতে 
পাখি নীড় খোঁজে যেমন
মমতায় ।
      তোমার কুয়াশার দেয়াল,
অভ্রভেদী তোমার প্রাচীর
আমাকে ঠেকিয়ে রাখতে -
যা কিছু করে ছিলে জড়
সবই যে এত ঠুনক..
আজ হাসি পায়।
বাধা ধরা নিয়মের বাইরে
এসে আমাকে খোঁজনি কোনদিন
তাই এত হতাশ লাগে তোমার
আজকাল।

ঘর ছেড়ে বারান্দায় মাঝে মধ্যে
বসো তুমি,
গায়ে একটু সবুজ বাতাস
মেখো
দক্ষিণা বাতাসে এলো চুল
উড়িয়ে দেখ
হয়ত ভালো লাগবে তোমার
বাঁধন ছাড়া বে নিয়মেই
খুঁজো তাকে
হয়ত  হতাশা এতেই ঘুচবে।
               আচ্ছা, আজ একটা কথা
খুব জানতে ইচ্ছা করে
ঠিক ঠিক উত্তর দেবে তুমি!
এত যে সবসময় নিষ্ঠাবান ভালমানুষি
থাকার লড়াই
এত ভালো ভালো ইমেজের
ইমারত ঠুনকো এত!

নালা ডোবা বন বাদার
একলা হবার হাত
আজ টানে কি তোমায়?

তবে তুমি বাতাসের কাছে গিয়ে
দাঁড়াতে পারো
তবে তুমি
হলুদ রঙে  ভিজতে পারো
বুক ভরা নিঃশ্বাসে
দুহাত মিলে ডাইনে বামে
উড়তে পারো
যেমন খুশি
    যদি আমার সঙ্গ চাও
চোখের কোনে জমা জলে
ভিজিয়ে নিও নিজেকে.....
    ভালো থেকো।
                    ইতি
                       তোমার _____
২৩/১২/১৮
হায়দ্রাবাদের পথে