কবিতা : রাজু দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা : রাজু দাস




**নারী কথা**

********************

ধর্ষিতা নারী ধর্ষিতা সমাজ
বিচার চাইতে গিয়ে হয়েছি হতবাক
শুকুনির পাশা আইন কে করেছে কুপোকাত,
কড়া নাড়ি অন্ধ স্ট্যাচু কে
বিচার চাই বিচার করো প্রভু,
নারী তুমি কোঁদো না আর
মুছে ফেলো নয়নের জল
হাতের নখকে করো তরোয়াল।।

***************
নাম:-রাজু দাস
ঠিকানা:- সুভাষ গ্ৰাম, দক্ষিণ২৪ পরগনা
কলকাতা:-৭০০১৪৭