কবিতাঃ শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়








অঙ্কুরে




ও বইখানা বড়ো হলে,এখন পড়তে নেই
গুপি বাঘার গান তো আছে, শুনতে পারো সেই।
পাকা পাকা এই সিনেমা, তোমার জন্য নয়;
অ্যালিস আছে অবাক দেশে তোমার অপেক্ষায়।
ন্যাকা বোকা ধারাবাহিক, কী যে দেখছ ধাৎ!
আইস এজে দেখবে না আজ প্রকাণ্ড ম্যামথ?
বড়োদের সব কথাই কি বুঝতে পারবে সোনা?
তোমার জন্য ক্ষীরের পুতুল; যাও না, খেলো না।
আজে বাজে বিজ্ঞাপন চ্যানেলটা ঘোরাও;
পরীক্ষা এল বলে, পড়তে বসবে যাও।

বিশ্ব ভরা কদর্যতার থেকে পেছন ফিরে,
সুকুমার রায় সুকুমারীর জগৎ ছিল ঘিরে।
আত্মজাকে দুধেভাতে ডুবিয়ে আগলে বুকে
অন্তরীক্ষ অভিযানের স্বপ্ন বুনি চোখে।

আড়াল করে রেখেছিলাম শব্দগুলো শুধু
ঘটনা এসে দিল হানা, তপ্ত দুপুর ধূ-ধূ-
থামিয়ে দিল কিচির-মিচির খুশির কলরব 
গাড়িকাকু ছিনিয়ে নিল এ জন্মের শৈশব..

================ 




Sriparna Bandyopadhyay
Flat 3A, Jagadish Apartment