কবিতাঃ পল্লব কর্মকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ পল্লব কর্মকার


*অদৃশ্য নারী*

        

অনাবৃত রামধনু আবৃত করে দেহের পাঁচিল
তোমাকে তো সবাই দেখে
হাঁ করে,  ঢুকে যেতে চায় পেশির অন্ধকারে
তবু তোমার তুমিকে দেখতে পায়না কেউ
আমি দেখি..
যে তুমিটা সমস্ত পোশাক গহনার পিচ্ছিল আবরণ পেরিয়ে
তারও পিছনে রক্ত মাংস পেরিয়ে যে তুমি!
যে তুমি কাজল লাগাও চোখে
পাপী দৃষ্টির সীমারেখা টানতে!
যে তুমি কপালে ছোট্ট টিপ
আঁচলে ওড়াও আগাদ অভিমান, নিরবে..
আমি তাকে দেখতে পাই...
আমি নিজেকে দেখতে পাই
নইলে বিধায় এত শ্রম দিয়ে পুরুষ বানাতো না!


**********
নাম : পল্লব কর্মকার
ঠিকানা: পার্বতীপুর, হরিপাল, হুগলি