কবিতাঃ গৌর গোপাল সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতাঃ গৌর গোপাল সরকার



 নারী



আপনারা চেয়েছিলেন আন্তজার্তিক  নারী
দিবসে একবার আপনাদের কাছে আসি
আসতেই পারতাম
দিদি  ডাকলেন, তারপর  নারী দিবস।
মন একেবারে রাজি,
মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে  গোধূলি
সনধ্যা ভর্তি আরতি সাজিয়ে দাঁড়িয়ে আছে
অনধ নারী  নিরুপমা,
হটাৎ পলকে গজিয়ে উঠেছে মেঘ
ঘোরতর কোন্দল চলছে
আমাদের তোমাদের
কাটাকাটি, দাপাদাপি
মেঘ ডাকছে  গুরগুর
বারান্দায় দাঁড়িয়ে দাদা
জামাই বাবুর  কানে
কানে বললেন,
মেয়েদের আবার  স্বাধীনতা।
সব পুরুষ নারীবাদী
সব নারী কি পুরুষবাদী?
ছুটতে ছুটতে এলেন
নিরুপম, নিরুপমার মাথায়
সিঁদুর দিয়ে  নারী জাগরণ হোক
কেন? কি? কোথায়? কারা?  
কারাগারে যাক। 
  বলে, নিরুপমার হাতে হাত
  ধরে এগিয়ে চললেন।