কবিতা: প্রলয় কুমার বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: প্রলয় কুমার বিশ্বাস


.      দ্যাখনদারী

       
বছরে এই একটা দিন -
দ্যাখনদারী দেখলে গা পিতপিত করে।
বলি,
আর কত?
তোমাদের জবাব নেই মাইরি!
বলি আর কতটা উন্মুক্ত হলে মিলবে সমান অধিকার?
নাকি মুখ বাঁচাতে নামাবলী জড়ানো?
আহা,কি নারী প্রীতি! 
লা-জবাব!.....
তবে মোমবাতি মিছিল কিসের?