Featured Post
কবিতা।। জীবনানন্দের প্রতি ।। রবিউল ইসলাম মন্ডল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাংলা মায়ের ধন্য ছেলে ওহে জীবনানন্দ
তোমার লেখায় সত্য পেয়ে পাই যে সদা আনন্দ।
বিশ্ব কবির মৃত্যু ব্যাথায় বাংলা যখন শূন্য
ধূমকেতু সম আসিলে তুমি করিলে মোদের ধন্য।
কত না কলেজে করিয়াছ দান তোমার শিক্ষা বিদ্যা
লিখে গেছ তুমি সময়োপযোগী পদ্য কাব্য কবিতা।
কুসুম কুমারী কবি মাতার ধন্য সন্তান তুমি
মাতা পুত্রের লেখার গুনেতে পূর্ণ বঙ্গভূমি। ।
ভূষিত তুমি 'অ্যাকাডেমি'তে লিখিয়াছ উপন্যাস
"রূপসী বাংলা" লেখার গুনেতে হৃদয়ে করিছ বাস।
বাংলার রূপ তোমার লেখনীতে পড়িয়াছে ধরা যত
পাবনাকো আর যতই পড়ি কাব্য কবিতা শত।
মধুকর ডিঙা চাঁদ চম্পা ভেসে ওঠে সেই কাব্য
মনসার স্মৃতি আজো ভুলিনি ঘুরিয়া সারাটা রাজ্য।
বিপন্ন মনবতার প্রতি ব্যাথা খুঁজে পাই তোমার লেখাতে
পড়ে ভাবি হায় নিষ্ঠুর মোরা আঘাত হানে বিবেকে।
সে সময়ের শিক্ষায় তুমি উজ্বল নক্ষত্রসম
তোমার প্রেমেতে পূর্ণ মোদের হৃদয়মম্ ।।
------------------
রবিউল ইসলাম মন্ডল ( সহ: শিক্ষক)
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন