কবিতা ।। তমালিকা তুমি ... ।। বিশ্বনাথ প্রামাণিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা ।। তমালিকা তুমি ... ।। বিশ্বনাথ প্রামাণিক



তমালিকা,
তোমার কাছে ভালোবাসার
দৈনতা প্রকাশ করতে করতে
আজ আমি রিক্ত, নিঃস্ব হয়ে পড়েছি।
আমার দেওয়ার মত কিছু অবশিষ্ট নেই আর।
তাই লজ্জায় মুখ ঢাকি-
যেমন বসন্তের শেষে  কণ্ঠ্যহারা কোকিল।

আর আমারি ভালোবাসার ঐশ্বর্য্যে
তুমি ক্রমশ ধনী হয়ে উঠেছে।
মন ভরে বিশ্বাসের বাতাসে পাখনা মিলেছ...
উড়ে চলেছ এলো মেলো খুশির হাওয়ায়।
কখনো বা তোমার মানুষটিকে দেখিয়েছো
 তোমার দাম,  তোমার মূল্য ।
শুধু আমার বেলায় তুমি কোন মূল্যবোধ দেখাওনি।


সোনার হরিণের পেছনে ছুটতে ছুটতে
আজ আমি ক্লান্ত জেনেও তুমি' আড়াল নাও, 
লুকাও হরিৎ ক্ষেতে।
স্বভাবসুলভ চপলতায় আমাকে দৌড় করাও অনন্ত কাল।
কখনো বা তুমি নিশ্চিন্ত মনে ভাবনার দুয়ারে খিল দিয়েছো।
কখনোবা উদাসী বিকেলে গালে হাত দিয়ে 
বসে বসে ভেবেছো
তোমার মানুষটিকে-- কেন আজও সে তোমার প্রতি এত উদাসীন!

      -------------- 

No comments:

Post a Comment