বৃষ্টি
হামিদুল ইসলাম
আমি ট্রেণ থেকে স্টেশনে নামছি
তখনো হাজার হাজার নিরন্ন মানুষ গাদাগাদি হয়ে শুয়ে আছে
স্টেশনের বারান্দায়
বালুরঘাটের ডাউন ট্রেণ ছেড়ে গেছে অনেক আগেই ।।
ভীড়ের মাঝে দাঁড়িয়ে আছে অতীত
প্রাচীন সূর্য
ভূখাপেটা শৈশব। এক একটা শৈশব হাতে নিয়ে দেখি
কাঁদছে বাবর
বাবরের কান্নায় ভিজে যাচ্ছে শিফন বাড়ি, নির্জন সৈকত ।।
শিশুরা কাঁদছে লাশ হয়ে
চোখের জলে ভেসে যাচ্ছে দ্রাবিড় সভ্যতা
বেওয়ারিশ পৃথিবী
কবরের কান্না শুনতে শুনতে আমরা নাস্তিক হয়ে উঠছি ।।
জল কাদায় ভরে উঠছে জীবন
মায়ার দেয়াল জুড়ে বুভুক্ষু মানুষের দীর্ঘ মিছিল
প্রতিবাদ। সংগ্রাম
আমরা ভাসছি বৈতরণীর সূতোয়। ঘাটে ভিঁড়তে পারছি না কিছুতেই ।।
বৃষ্টিতে ভেসে যাচ্ছে প্লাটফর্ম। সমস্ত স্টেশন ।।
****************************************
গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ, জেঃ=দক্ষিণ দিনাজপুর
______________________________________________________
No comments:
Post a Comment