মুক্তগদ্য ।। প্রতিভার অপমৃত্যু ।। গৌতম বসাক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

মুক্তগদ্য ।। প্রতিভার অপমৃত্যু ।। গৌতম বসাক



 


সালটা 2002, এই গত বছরেই বহু রক্তক্ষয়ি গৃহ যুদ্ধে বিদ্ধস্ত ও তালিবান শাসনের পতন ঘটিয়ে,ন্যাটো (NATO) বাহিনী কব্জায় দেশটা, ধিরে ধিরে শরিয়তের অন্ধকার শাসনের কুসংস্কারের বাধা সরিয়ে শিক্ষা ও সংস্কৃতির আলোতে দেশটা সবে ফিরতে শুরু করেছে। কাবুলের আর পাঁচটা সাধারন পরিবারের ছেলের মতই ছেলেটার জন্ম ও বেড়ে ওঠা, খুবছোট বয়স থেকেই ফুটবল পছন্দ করত, দুই একবার এই খেলার জন্য মৃত্যুর ফতোয়াও যে শুনতে হয় নি তা নয়; কিন্তু এই খেলায় যে তার স্বপ্ন,এই খেলতে খেলতে কখন যে তার প্রেমে পরে গেছিলো তা সে নিজেও টের পাই নি।রাতে ঘুমে স্বপ্নের মধ্যেও সে ওই ফুটবলই খেলতো। ইচ্ছে ছিলো ভবিষ্যতে তার স্বপ্নের নায়ক হবে,, তার জন্য কঠোর পরিশ্রম ও করত। এমন করে দেখতে দেখতে মাত্র 16 বছরেই, 2019 সালে দেশের জারসি গায়ে চরিয়ে সবুজ মাঠ দাপিয়ে বেড়ানো শুরু করেছে সবে।


সালটা 2021, 15ই আগস্ট আবার অশুভ আন্তজাতিক চক্রান্তে দেশটা তালিবানদের কবলে, কাবুল শহরও, দেখতে দেখতে যথারিতী তাদের দখল চলে গেল,কুলাঙ্গার রাষ্ট্রপতি অর্থ তচরুপ করে দেশের মানুষকে ছেড়ে পালালো, কিন্তু জাকি আনয়ারি তো নিজের স্বপ্নকে বিসর্জন দিতে পারে না তাই 17ই আগস্ট, তার মত আর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে চুপিসারে সবার অগচরে আমেরিকার US-17 Airforce boing বিমানের ল্যান্ডিং গিয়ারের লুকিয়ে আমেরিকায় পারি দেবার পরিকল্পনা করলো, যা ভাবনা সেই কাজ, কিন্তু ওরা জানতো না যে বিমান আকাশে ওঠার পর বিমানের চাকা ওই স্থানে আশ্রয় নেয়, তাই যথারিতী বিমান থেকে পড়ে, জাকি সহ তিন বন্ধুরই মরমান্তিক মৃত্যু হয়। একটা একটা করে মানুষ মাঝ আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছে। এটা ছিল সাম্প্রতিক কালের আমাদের সেরা বিনোদন। মানুষ উল্কাপতন দেখেছে, বজ্রপাত দেখেছে, বেপথু নক্ষত্রকে ছুটতে দেখেছে আকাশময়। কিন্তু মানুষকে পড়তে দেখেনি। এবার  দেখল। পরের দিন সমস্ত সামাজিক মাধ্যমে হাসির খোরাক হয়ে থেকে যায় জাকি আনয়ারি, না তার আর ওই নরক থেকে ফিরে স্বপ্নের ফুটবলের নায়ক হওয়া হলো না। শেষমেস সে পাড়ি জমালো আল্লাহ কাছে তালিবানদের নামে নালিশ জানাতে। 

------------------------------  


গৌতম বসাক

নবপল্লি, বারাসাত

অধুনা দামাম,সৌদি আরব

No comments:

Post a Comment