কবিতা ।। কফিনটা খুলে দাও ।। দেবযানী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা ।। কফিনটা খুলে দাও ।। দেবযানী পাল


কফিনটা খুলে দাও

   দেবযানী পাল


আমার কফিনটা একটু খুলে দাও 
আমি শ্বাস নেবো,আর মৃত থাকতে রাজি নই
কতকাল ধরে ছোট্ট পরিসরে অবরুদ্ধ আছি
অন্ধকার একটা দমবন্ধ পরিবেশ,ওহ্ অসহ্য,
চারপাশে মানুষ কই কথা বলার অন্তত একজন!
যে আমায় দেখবে দুচোখ ভরে,কথা বলবে একান্তে
আমার ঠোঁট নড়া তার কাছে নিঃশব্দ বার্তা হবে,
আমার নিশ্বাসের ওঠাপড়া তাকে শিহরিত করবে,
আমার চাউনির নীরবতা ছেদ করবে তার চাউনি
এমন যার স্পর্শে আমার মৃত্যু শীতলতা ঘুচবে।

প্রাণহীন জীবনে ছন্দ আসবে তার নটরাজ ভঙ্গিতে
লীলায়িত স্ফীত তরঙ্গে ভাসবো কৃষ্ণ সখার সাথে,
তার হাতের দৃপ্ত মুঠোয় আমার হাত ধরে রাখবে সে
 গভীর চোখদুটো আমায় ভরসা যোগাবে আগামীর
তার প্রতিটি হৃদস্পন্দন বলবে যে সে কত আপন!
আমার মলিনমন তার স্নিগ্ধতায় কিশোর ডাগর হবে
এতদিনের জংধরা শরীরটা হয়ে উঠবে তরতাজা,
আমি তার আবর্তে হারিয়ে যেতে চাই নিঃশর্তে
আছে কি এমন কেউ? চিরন্তন প্রশ্ন আমার।
নাহলে অবরুদ্ধ জীবনের কফিন বন্দী হয়ে আরও কত যুগ জীবন্ত লাশ হয়ে কাটাতে হবে!!!??

             *************************************

দেবযানী পাল
নিউ ব্যারাকপুর,নর্থ ২৪ পরগণা -- ৭০০১৩১

No comments:

Post a Comment