কবিতা ।। ঝিন্টির কথা ।। জয়শ্রী ব্যানার্জী চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা ।। ঝিন্টির কথা ।। জয়শ্রী ব্যানার্জী চক্রবর্তী


     ঝিন্টির কথা

    জয়শ্রী ব্যানার্জী চক্রবর্ত্তী


যখন তখন ডেকো তুমি আর..
কেন বোঝ না   ঝিন্টি নেই আর তোমার!
কলেজ ক্যান্টিনের  কৃষ্ণচূড়ায়,
ফুচকা, ঝালমুড়ি, বাদামের ঠোঙায়,
 ঝিন্টি নেই তো আর!
 ঝিন্টি এখন ভীষণ ব‍্যস্ত, বৃষ্টি হবার সময় নেই তো তার।

মেয়ের স্কুলে যাওয়া দরকারি,
বরের জামা হয়নি ইস্তিরি,
বিছানার উপর ছাত্রীর খাতা,
বারো মাসে তেরো পার্বণ কথা
ঝিন্টি আঁচলে ঘাম মোছে বারবার।
তার খিদের কথা ভাবে নাতো কেউ আর!  

কল্লোলিনীর  কুহকতায়,
কিছু মানুষের চেনা-অচেনায়,
সিগারেটের ধোঁয়ায় আবছায়াতে,
নীল জিন্স আর গীটার হাতে,
চিবুকে অভিমান  জমিয়ে যত!
তুমি মেঘ ছুঁয়ে যাও ইচ্ছে মতো,

দিনটি  ঝিন্টির বৃষ্টি ভেজা,
 ক‍্যানভাসেতে  স্বপ্ন খোঁজা,
টেলিফোন টা বাজে না তো আর,
 ঝিন্টি ফেরে চিঠি তে  আবার।

 তবে মেট্রো যতোই ফাঁকা থাক দুপুরে
 মেঘ রোদ্দুরের কোনো অবসরে ,
হয়তো যাবে না আর সেখানে সে,
তার চাওয়া না পাওয়ার গল্প  নিয়ে!
কত বৃষ্টি ঝরে যায়;
কত  ঝিন্টি হারিয়ে যায়,
এ শহর কবে খোঁজ রেখেছে তার!
চিনতে পার যদি , খুঁজে নিও ফের আবার!

 এই পৃথিবীর অক্ষরেখায়;
x=প্রেমের কষায়,
 কোনো ঝন্টুর একা মেঘলায়---
  ঝিন্টি আছে আজও এক পশলায় ।

**************************
জয়শ্রী ব্যানার্জী চক্রবর্তী
পূর্ব বর্ধমান

No comments:

Post a Comment