গোলাপ ভাগ
অমিত মজুমদার
পাদুকা চরণ ছেড়ে পথে নেমে গেলে
অচেনা ভোরের খোঁজে শুধু ছুটে গেছি
তুমি যে বোঝো না ঋতু চাষাবাদ পেলে
নিখুঁত গোলাপ দিয়ে কাঁটা কুড়িয়েছি।
বুকের পাটাতে রাখা পিপাসিত খনি
তেলের সুদিন খুঁজে লিটারেতে বাড়ে
বিরহী জালকে বাঁধা পরাজিত যোনী
নদীর ভাঙনটুকু রুখে দিতে পারে।
স্রোতের ওপরে কিছু ফেনা গেলে ভেসে
চিবুকে তিলের পাশে এসে বসে ক্ষতি
তুমি যে লাভের কথা বলেছিলে দেশে
সে প্রেম বিদেশে গিয়ে হবে প্রজাপতি।
এবারে গোলাপ ছেড়ে এসো কাঁটা ধরি
ভাগের নিয়ম মেনে ভাগাভাগি করি।
_____________________________________________________
অমিত মজুমদার
গ্রাম - পশ্চিম জগদানন্দপুর ( ভেড়ামারা )
পো - বেথুয়াডহরি
জেলা - নদিয়া
পিন - ৭৪১১২৬
মোবাইল নং - ৮৩৬৭৮১৯৭৫৭
No comments:
Post a Comment