কবিতা // ঋণ // সৌমিত্র চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা // ঋণ // সৌমিত্র চট্টোপাধ্যায়

ঋণ

সৌমিত্র চট্টোপাধ্যায়


ওইখানে আকাশ ছুঁয়েছে ঋণ অনাদায়ী 
ঝড়ের সংকেত রেখে প্রজন্মের পর প্রজন্ম 
কালো মেঘে জমা জলপথ
ভেদ করে যেতে হবে 
বর্ষা আসেনি এখনও খননের পর

বৃষ্টিহীন, কাদামাটি দিয়ে ঘেরা সীমিত সেই হ্রদ
ঢেকে যায় ঘোলাটে আবহাওয়ায় 
তবু আছে সুখ 
পর্যাপ্ত ধুলোমাটি মহুয়ার বন
যার থেকে ধারণ করেছে পৃথিবী এই মুখ 

ঝড় আসে, ঝুঁটি ধরে নাড়া দেয় 
গাছের পাতার হলুদ অবক্ষয় 
অব্যহতি চায় দমকা হাওয়ায় 

অভিশাপ ঝরে পড়ে আজন্ম..


-------------------------------------------


                 Soumitra Chatterjee

                 Ashiyana Society, Flat  No.2C,
                 Phase-2,Shankarpur,
                 Durgapur - 713212
                 Paschim Bardhhaman
                 West Bengal

No comments:

Post a Comment