কবিতা ।। ঘুম ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা ।। ঘুম ।। প্রতীক মিত্র

ঘুম

 প্রতীক মিত্র 


ঘুমটা কেটে গ্যাছে।
বন্ধ গলিতে হৈচৈ হওয়ার মত
ঘটেনি কিছু।দুরে চওড়া সড়কে
কোলাহল নতুন কিছু নয়।
এলোমেলো চুলের মতন চিন্তায়
যা যা ঘেঁটে যাওয়ার ঘেঁটেছে।
এই বর্তমানে আনকোরা বলতে
জানলার কাছে ঝুলতে থাকে গাছের পাতাগুলো
আর দুরে ভবঘুরে দৃষ্টিতে আকাশের যতটায় 
ডুবে যাওয়া যায়
তার অনুভুতি
সকালকে মোটের ওপর অভ্যস্ত,
শ্যাওলা পড়া সকালকে নতুন করে চেনায়।
সে চেনায় শিরশিরে হাওয়া ছিল
যারা ছুঁয়ে যাচ্ছিল প্রেয়সীর মতন
আমার মুখ,
সে চেনায় ছিল ধুপের গন্ধ
যে গন্ধে বন্ধ গলির স্বল্প পরিসর
কেমন যেন হয়ে ওঠে উর্বর
ভালবাসার বেলা, ইতিবাচকে দিয়ে দেয় সম্মতি
আর কল্পনাকে উড়িয়ে দেয় ডানা মেলার ধাঁচে।
বেশ কিছুক্ষণ হল ঘুমটা কেটে গ্যাছে।
----------------------- 
 


প্রতীক মিত্র

কোন্নগর-712235, পশ্চিমবঙ্গ,
8902418417












No comments:

Post a Comment