ছড়া ।। শরৎ আসে হৃদয় ভাসে ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

ছড়া ।। শরৎ আসে হৃদয় ভাসে ।। দীনেশ সরকার


শরৎ আসে হৃদয় ভাসে

দীনেশ সরকার


আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা,
তারই মাঝে নীল পরিদের
লুকোচুরি খেলা ।

কাশের বনে লাগলো খুশির দোলা,
বাউল বাতাস গান গেয়ে যায়
সুরে আপনভোলা ।

দিঘির জলে শাপলা-পদ্ম ফোটে,
ছেলের দল সব কাটতে সাঁতার
শানের ঘাটে জোটে ।

যুঁই-মালতি চাঁপা-টগর হাসে,
শরৎ রানির খোলা চিঠি
অলি নিয়ে আসে ।

আলপনা দেয় শিউলি উঠোনজুড়ে,
ফিরছে ঘরে মায়ের ডাকে
ছিল যারা দূরে ।

পুজো পুজো গন্ধ গায়ে মেখে,
ভোরের রবি উঠছে হেসে
রঙিন ছবি এঁকে ।

খুশির দোলা লাগছে হৃদয়পুরে,
দুগ্‌গা মায়ের পদধ্বনি
আগমনি সুরে ।

*********************
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ---- ৭২১৩০৬
মোবাইল ও হোয়াটসঅ্যাপ নং ঃ ৯৮০০৪২১৫৩৫

No comments:

Post a Comment