অনিরুদ্ধ সুব্রতর কবিতা : ত্রিভুজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

অনিরুদ্ধ সুব্রতর কবিতা : ত্রিভুজ



           বন্ধু

বিস্তৃত, ইঁট পাটকেলে আঁটা, 
রাস্তার পাশটা---
চমকে চোখে পড়ে দূরে দূরে দু'এক ছোপ
আশ্চর্য--- মেরুদণ্ডী গুল্ম,
গাঢ় পাতা, ফুটেছে বলিষ্ঠ পাপড়ি--- 
আশ্বস্ত করার মতো । 
দৃশ্যান্তরের আগে নমস্কার রাখি
ছুঁড়ে দিই চুম্বন 
বিরুদ্ধ-ধুলো নস্যাৎ করা মুকুলে।
বলি, এটা ভ্যাদভেদে গোবর-সার খাওয়া
মেঠো ঘাসের দলে যোগ না দেওয়ার জন্য।


                    

              শরবত 

পরিবেশনের আধারটি স্ফটিক স্বচ্ছ হবে,
সুনির্দিষ্ট মাত্রার একটি রোগা রোগা
কারুকাজ--- যার গায়ে লেগে থাকে
গ্রহীতার চোখ সে-ই টেনে রাখবে,
তারপর অর্ধ-পাত্র আবেগের নিটোল তরলে
দু'চামচ অসত্য,এক চামচ প্রতিশ্রুতি আর
আধ-চামচ স্বপ্নিল খুশি খুশি হাসি ফেলে,
তাতে দু'ফোটা মহার্ঘ নোনা-স্বাদ মিশিয়ে---
সমকাল চামচে,ধোয়া হাতে খুব কষে নাড়বে,
প্রাথমিক কিছু বুদবুদ দ্যাখো যদি উপতলে
ভিড় করে ভেসে আছে গিজগিজে মোহে,
অতঃপর সমগ্রে, একটি সুগন্ধি ফুঁ দেবে।

                    

            শেয়ালের গর্ত
মাদক বাদ দিলে এই গ্রহে গ্রহণের কিছু নেই
শুধুমাত্র চেখে দেখতে সময় লাগছে যা
তাতেই মোড়ে মোড়ে দেখি--- ভষ্মের আলোচনা,
পুড়তে পুড়তে মৃত টানছে ধোঁয়া
হাততালি দিতে দিতে হাত ভাঙছে খোঁড়া
নেশা বাদ দিলে এই গ্রহে চৈতন্য বলে কিছু নেই
শেয়ালের গর্তের মতো উন্নয়নের দুই মুখ‌ খোলা।
                                     
-------------------------------------------

যোগাযোগ:

সুব্রত বিশ্বাস ( অনিরুদ্ধ সুব্রত )
প্রযত্নে- শঙ্কর প্রসাদ সাহা
গ্রাম ও পোষ্ট- পানচিতা
বনগাঁ, উত্তর ২৪ পরগনা
পিন- ৭৪৩২৩৫
ফোন- ৮৪৩৬৩৮৭৩৯১
ফেসবুক লিংক-  https://www.facebook.com/anirudha.sen.96
                                      






No comments:

Post a Comment