কবিতা // মৃত্যুর তারিখ // জয়িতা চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা // মৃত্যুর তারিখ // জয়িতা চট্টোপাধ্যায়


তুমি তাকালে তলিয়ে যায় সমস্ত অহংকার জলে
হাতের পাতায় এসে বসে অভাবের দুর্দশা
তোমার প্রেমিক পরাগে  রেনু দিই মনে মনে
অভাবের শেষ কুটো আঁকড়ে কাঁদি ফুলে ফুলে
ভালোবেসে দিয়েছ তুমি রাত্রি ভোর কান্নাকাটি
সাহস করে পারি নি আজও জল ছুঁতে
মেলেনি হিসাবের কড়ি গুনে গেঁথে
ঘরের মেঝে থেকে খুঁড়ে খুঁড়ে তুলি তিক্ত মাটি
আমার  জাগরন বাইরে এসে দাঁড়ায়, 
দাঁড়ায় উঠোনে এসে, তার নামে স্তবগান হয়
পাতারা ছুটে যায় পিছনের দিকে
তোমার ঝরনায় হাত মুখ ধুয়ে অভিব্যক্তিটুকু ধরে রাখি, দিবস রাত্রি হাতে আসে তোমার নামের উজ্জয়িনী, না বলা কথাদের তুলে দিই মেঘে
যে মেঘে তোমার নামের এক ভাগ আলো
বাকিটা শুধুই অন্ধকার, চাঁদ ঠিকরে যে ভাবে তাকালো, আমিও বহন করে চলি বিনা চাঁদের রজনী
চলে যাই নদীর ওধারে, তুমি বিমুগ্ধ তখন। 
আমার মৃত্যুর ইচ্ছে কি তোমার তো জানা হয়নি
ঘরে তখন কড়া ক্রান্তি, মধ্যবিত্ত অন্ধকার
মৃত্যু ফেলে উঠে আসি আমি। 
নিবন্ত ছাইয়ের থেকে উঠে আসে শরীর
উঠে আসে মাধবী বিতানে, পুনরায় বিহ্বল তুমি
সুনির্মল সুখলতাদের পরানে,আমি ঘরে বসে লিখে যাই মৃত্যুর রচনা একটি একটি করে, যার ছত্রে ছত্রে ভয়, সহস্র ফোঁটা ফোঁটা রক্ত যতদূর স্রোত শক্তি চলে। আমার মৃত্যুর তারিখ ভাসছে জলে
ভবিষ্যৎগামী হিংস্র ভালোবাসার চলাচলে।। 

********************************


২২/৪ আর এন টিপি বাই লেন শ্যামনগর
উত্তর চব্বিশ পরগনা জেলা
পিন কোড:৭৪৩১২৭
ওয়েস্ট বেঙ্গল

No comments:

Post a Comment