এক রাত্রির কাছে-
সেই রাত্রি যে রাত্রে
পাখিরা বাঁসায় ফেরে না
মানুষেরা ঘুমায় না যে রাত্রে;-
হ্যাঁ আমি সেই রাত্রি চেয়েছিলাম
আজকের রাত্রির কাছে
নিভে গেলে বাতি চেতনায় ডুবে।
সেই রাত্রি এক রাত্রি
যে রাত্রি আমি চেয়েছিলাম
মুছে যেতে আজকের মানুষের কাছ থেকে।
আমি এক রাত্রি চেয়েছিলাম
যে রাত্রে মুছে গিয়েছিল
শত শত অদ্ভুত স্বপ্ন,
শুধুমাত্র আমার দুর্বলতার জন্য।
এক রাত্রি এসেছিল জীবনে
যে রাত্রে হারিয়েছিলাম
শত শতাব্দীর চেনা অতীত'গুলো;
সেই রাত্রি একবার চেয়েছিলাম
হলুদ হেমন্তের নীল প্রহরে।
তারপর যুগ পেরিয়ে যুগ
নীরবে ভাসমান আজকের রাত্রে।।
-------------
Name- Abhijit Halder
C/O- Kartick Halder
Vill-Mobarockpur
P.O-Fatepur
P.S-Hanskhali
Dist-Nadia
Pin-741507
West Bengal
India
Mobile/What's App No-6296728870
No comments:
Post a Comment