Featured Post
কবিতা ।। জীবনের ছন্দ ।। সুমন সরকার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শব্দছকে লুকিয়ে আছে জীবনের ছন্দ,
বারবার চেষ্টা করে চলেছি সাজাবার,
যত চেষ্টা করি, এলোমেলো অবিন্যস্ত
দিশাহীন হয়ে পড়ি...
অনেকটা অন্ধগলিতে পথ হারাবার মতো-
উদাসী বাউলের একতারার শান্ত সুরে
একাগ্র হতে চাই,
কিছুতেই মন বসেনা
বারবার মনে পড়ে যে তোমায়--
হৃদয়ে সুনামী তুলে, যেদিন তরঙ্গ ছড়িয়েছিলে শিরায় শিরায়..
উন্মিলীত দু'চোখে ঢেলেছিলে
জীবনের সংজ্ঞা,
সেদিন দেশে দেশে থেকে গিয়েছিলো যুদ্ধ
জীবনে টানে,
পরিযায়ী পাখিরা পাড়ি দিয়েছিলো
ঊষ্ণ সূর্যালোকের আহ্বানে,
শৈলচূড়া গলে সৃষ্টি হয়েছিলো স্রোতস্বিনী,
সপ্তসুরের মিলন মিলায় মেতেছিলো
রাগ-রাগিনী।
তবু, বাস্তবের চোরাবালিতে হঠাৎ হারিয়ে
ফেলেছি তোমায়--
নিঝুম রাতের একাকিত্বের একফালি চাঁদ
উঁকি দেয় বিষন্ন জানলায়।
উপর-নীচ চলতে থাকা জীবনে আবার
তোমায় পাশাপাশি রাখতে চাই,
চক্রব্যুহের অভিমন্যু হয়ে মৃত্যুবরণ নয়,
জীবনের ছন্দ শব্দছকের মুক্তবন্ধেই হয়।।
--------------------
সুমন সরকার
রাধানগর প্রতাপেশ্বর শিবতলা
পূর্ব বর্ধমান
মো- 7384156703
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন