শোভন মণ্ডলের তিনটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

শোভন মণ্ডলের তিনটি কবিতা



                                             বাস্তু


একটা পুরনো বাড়ির ভগ্নস্তূপে হারিয়ে যাচ্ছে গাছেদের ছায়া

দূর হতে ভেসে আসে পায়েসের গন্ধ

আলোর আবাহনে উড়ে যায় টিয়াপাখির ঝাঁক

বটগাছের নিচে পড়ে থাকা শিবলিঙ্গের পাশে দীর্ঘ শূন্যতা

হারিয়ে যায় পূর্ব-নির্ধারিত ভাগ্যচক্রে

 

কোন আবেশ নেই

কোন সাক্ষী নেই

আলো-আঁধারির শীতল বুকে ঝুলে থাকে সময়

 

একটা প্রাচীন বাস্তুসাপ গর্ত থেকে বেরিয়ে প্রতিদিন

ইতিহাস পরিভ্রমণ করে...

 

 কীটস্-এর প্রেমিকা


প্রেমিকা ফ্যান্নী ব্রনকে চিঠি লেখার সময় কীটস্ কি এরকমই

  উত্তেজিত ছিল

জেগে উঠেছিল প্রতিটা রোম

তীব্র হয়েছিল কি চোখের আগুন ?

অষ্টাদশীর অনন্ত যৌবন ধরা দিয়েছিল শব্দের গভীরে ?

বলোখুব জানতে ইচ্ছে করে

 

প্রিয় কীটস্

তোমার প্রেমের কবিতার কাছে যে সব নারী নতজানু হয়ে থাকে

সবাই কি তোমার প্রেমিকা হতে পারে ?

সবাইকে কি চিঠি লেখো ,অবিরত

 

উইনচেস্টারের নিশীথে যে নক্ষত্র নেমে আসে তোমার বুকে

সেও কোন প্রেমিকারই পাঠানো উপহার

হৃদয়  নয়ফুসফুসে তাকে ধারন করলে বলে

 কোন এক কবিতায় তার নাম দিয়েছো " ক্ষত "

 

 

        ফুলের বন

 

 রডোডেনড্রনের জঙ্গলে আমাদের বিশ্রামটুকু নেওয়া

এর বেশি কিছু হওয়ার কথা ছিল না

কিন্তু এই সামান্য সময়ে মনের ভেতরে

যা যা হয়ে গেল অকস্মাৎ

তার নাম কী দেবো জানি না

যাবার আগে কিছু না ভেবেই

শুধু এই ফুলের বনে ছড়িয়ে যাচ্ছি আমার

পিয়াসী মনের ছিন্নপত্ররাজি...

 -----------

Sovan Mondal
Kunjamoni Appt.
Block-C, 4P,
policepara, panchpota,
Garia, Kol-152



No comments:

Post a Comment