কবিতা // তালিবান ও বিকৃত অধ্যায় // অরুণ কুমার ঘড়াই - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

কবিতা // তালিবান ও বিকৃত অধ্যায় // অরুণ কুমার ঘড়াই

তালিবান ও বিকৃত অধ্যায় 

অরুণ কুমার ঘড়াই 

পাথরের দেশ ভালো নেই 
বন্দুকের নলের সামনে মনুষ্যত্ব মূল্যহীন 
ধর্মের নামে পুরো দেশ জীবনকে বাজি রাখে।

জঙ্গির কোনো ধর্ম হয় না
তবু ধর্মের জিগীর তুলে ভয় দেখায়
মৃত্যু উপত্যকা হাসতে ভুলে গেছে আজ 
সবাই দেশ ছেড়ে ফকির লালন। 

দেশ শাসন বন্দুকের নল দিয়ে অসম্ভব 
ক্ষমতার আস্ফালন ধ্বংস করে সভ্যতা 
দেশ দখল, দেশ চালানোর মধ্যে অনেক ফারাক। 

গান্ধারীর অভিশাপ না শরিয়তির আতঙ্ক 
মৌলবাদ মানুষের অধিকার কেড়ে নিতে ব্যস্ত 
নারী এখানে যৌনদাসীর মতো হাতের পুতুল 
সব দেশ নীরব দর্শকের ভূমিকায় মিতবাক্। 

ধর্মান্ধতা কোনো সভ্যতা নয় বরং বর্বরতা
এ এক বিকৃত মানসিকতার ভয়ঙ্কর রূপ। 


*********************************************

অরুণ কুমার ঘড়াই 
গ্ৰাম - গাংপুরা 
পো:- সাগরেশ্বর 
থানা- রামনগর 
জেলা - পূর্ব মেদিনীপুর 
পিন- ৭২১৪৪৬.

No comments:

Post a Comment