কবিতা ।। নতুন দিনে ।। শান্তনু গুড়িয়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

কবিতা ।। নতুন দিনে ।। শান্তনু গুড়িয়া


নতুন দিনে
 
শান্তনু গুড়িয়া
 

সোনা রোদ্দুর, সোনা রোদ্দুর
খুশির পালকে উড়ছে
পাখিরা গান জুড়ছে;
অতিমারীর বিদায় বার্তায় আজ
উল্লসিত অন্ত:পুর !

জেগে উঠছে বৈঠকি আসর,
চায়ের কাপে তুফান ---
ঝড় বাদলের শেষে
পান-সুপুরির দেশে,
ফুল-বাতাসায় উঠছে সেজে
নতুন দিনে আগমনী গান |

------------------------------

No comments:

Post a Comment