ছড়া // শৈশব গেছে মারা // কার্ত্তিক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, October 19, 2021

ছড়া // শৈশব গেছে মারা // কার্ত্তিক মণ্ডল

   

শৈশব গেছে মারা

    কার্ত্তিক মণ্ডল

তোমরা যখন বড়াই করে
শিশু দিবস পালো
আমরা তখন রোদে পুড়ে
হই ঝলসে কালো ।

কাগজ কুড়াই খাদান খাটি
তবুও পেট খালি
রৌদ্র জলে খেটে খেটে
তাজা রক্ত ঢালি ।

বাসন মাজি কয়লা ভাঁঙি
শৈশব যায় টুটে
ভিক্ষা মাগি আর বিড়ি বাঁধি,
খাটি মজদুর মুটে ।

শিশু দিবস নিয়েই তবু
কত না বোলচাল
দেখছি সবাই মোদের হাড়েই
চেপে পারায় খাল ।

শিশুদিবস টিশুদিবস
সবই তো মশকরা
নিজের বুকটা খুঁড়ে দেখি
শৈশব গেছে মারা ।


*************************
গ্রাম-পশ্চিমবাড় ,পোঃ ধনেশ্বরপুর  থানা-পিংলা ,জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন-721166

No comments:

Post a Comment